Advertisement
২৭ এপ্রিল ২০২৪
TMC

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ডোমজুড়, পরস্পরের বিরুদ্ধে অভিযোগ বিজেপি, তৃণমূলের

এর পাশাপাশি অভিযোগ, অন্য এক বিজেপি কর্মীর বাড়িতেও শনিবার রাতে হামলা করা হয়, ছোড়া হয় বোমা

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ডোমজুড় শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২১ ১৭:২৭
Share: Save:

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হাওড়ার ডোমজুড়। শনিবার সন্ধ্যা থেকে বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়েছে। অভিযোগ, ডোমজুড়ের নিবরাতে তৃণমূল পঞ্চায়েত সমিতির এক সদস্যের বাড়িতে ভাঙচুর চালান বিজেপি কর্মীরা। তার রেশ কাটতে না কাটতেই শনিবার রাতে বাঁকড়ার পশ্চিম পাড়ায় এক বিজেপি বুথ এজেন্টের বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বলা হয়, বেশ কয়েকজন বিজেপি কর্মী ঘরছাড়া। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপি-র ঘাড়েই দোষ চাপিয়েছে তৃণমূল।

স্থানীয় বিজেপি নেতা শেখ এরশাদ অভিযোগ করেন, ‘‘শনিবার রাতে বাঁকড়ার পশ্চিম পাড়ায় বিজেপি বুথ এজেন্ট শেখ মহম্মদ শামিমের বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা। দু’শোর বেশি তৃণমূল কর্মী লাঠি নিয়ে হাজির হয়। বাড়ি লক্ষ্য করে বড় বড় পাথর ছুড়ে ভেঙে দেয় জানলার কাচ এবং আসবাবপত্র।’’

এর পাশাপাশি অভিযোগ, অন্য এক বিজেপি কর্মীর বাড়িতেও শনিবার রাতে হামলা করা হয়, ছোড়া হয় বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাঁকড়া থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় দু’টি তাজা বোমা। বিজেপি এজেন্ট মহম্মদ শামিমের অভিযোগ, ‘‘বিজেপি করার অপরাধেই হামলা চালিয়েছে তৃণমূল।’’

তৃণমূলের পক্ষ থেকে অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। বাঁকড়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য রশিদ আলি লস্কর বলেন, ‘‘বিজেপি-র কর্মীরা নিজেরাই বোমা মেরে বাড়িতে ভাঙচুর করে মিথ্যে অভিযোগ করছে। পাড়ায় দু’একটি পরিবার বিজেপি করে। ওদের কথা মতো যদি কয়েকশো তৃণমূল কর্মী হামলা চালাত, তা হলে বাড়ির কি অস্তিত্ব থাকত?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE