Advertisement
০৮ মে ২০২৪
West Bengal Assembly Election 2021

Bengal Polls: আমার জনসমর্থন দেখে ঘরে ঢুকে পড়েছেন মুকুল, কটাক্ষ কৌশানীর, ফলেই বোঝা যাবে, পাল্টা মুকুলের

এর আগেও মুকুলকে একই সুরে বিঁধেছিলেন রাজনীতিতে নবাগত কৌশানী। মুকুলকে ‘হেভিওয়েট প্রার্থী’ বলে মেনে নিতে চাননি তিনি। এর পর ফের কটাক্ষ।

ফের মুকুল রায়কে কটাক্ষ কৌশানী মুখোপাধ্যায়ের। ফাইল চিত্র।

ফের মুকুল রায়কে কটাক্ষ কৌশানী মুখোপাধ্যায়ের। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা 
কৃষ্ণনগর শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২১ ০১:৫৯
Share: Save:

প্রতিপক্ষ মুকুল রায়কে ফের কটাক্ষ কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়ের। অভিনেত্রীর দাবি, তাঁর জনসমর্থন দেখে থমকে গিয়েছেন মুকুল। বিজেপি-র ওই নেতার অবশ্য মত, নির্বাচনের ফল বেরলেই বোঝা যাবে পরিস্থিতি।

বুধবার মনোনয়নপত্র জমা দেন কৌশানী। সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, ‘‘আমার জনসমর্থন দেখে বিজেপি-র প্রার্থী ঘরে ঢুকে পড়েছেন।’’ ওই অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থীর দাবি, ‘‘উনি (মুকুল রায়) নিজেকে শক্তিশালী মনে করলেও কৃষ্ণনগরের মানুষ আমাকে শক্তিশালী বলে মনে করছেন।’’ কৌশানীর মতে, ‘‘যে ভাবে কৃষ্ণনগরবাসী সাড়া দিচ্ছেন আশা করছি তাঁরা শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন।’’ জোর গলায় কৌশানীর দাবি, ‘‘আমি ধুলোবালি মেখে ঘুরতে এসেছি। রাস্তায় রাস্তায় হাঁটছি। ১৫ দিনের বেশি হয়ে গেল। এখন আমি কৃষ্ণনগরের প্রতিটা মানুষের মুখ চিনে গিয়েছি।’’

কৌশানীর মন্তব্যের প্রেক্ষিতে মুকুলের সংযত উত্তর, ‘‘আগামী দিন বলে দেবে, কে ঘরে ঢুকে পড়েছেন।’’ রাজ্যে পরিবর্তনের পক্ষে সওয়াল করেছেন ওই বিজেপি নেতা। এর আগেও মুকুলকে একই সুরে বিঁধেছিলেন রাজনীতিতে নবাগত কৌশানী। মুকুলকে ‘হেভিওয়েট প্রার্থী’ বলে মেনে নিতে চাননি তিনি। এর পর ফের কটাক্ষ।

২০০১ সালে শেষ বার ভোটে লড়েছিলেন মুকুল। সেই নির্বাচনের ফল তাঁর কাছে ‘সুখকর’ ছিল না। ২০ বছর পর পের ভোট যুদ্ধে নেমেছেন তিনি। যদিও কৃষ্ণনগর উত্তর সেই অর্থে ‘নিরাপদ’ কেন্দ্র। গত লোকসভা ভোটের ফলের নিরিখে ওই কেন্দ্রের ৫০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে বিজেপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE