শীতলখুচিতে গুলিচালনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের কথোপকথনের অডিয়ো ক্লিপ ছড়ানোর পিছনেও তৃণমূলের পরিকল্পনা রয়েছে বলে দাবি করল বিজেপি। নির্বাচন কমিশনে এ নিয়ে নালিশ জানিয়ে শনিবার গেরুয়াশিবির দাবি করেছে, নির্বাচনে ফায়দা তোলার জন্য ইচ্ছাকৃত ভাবেই ওই অডিয়ো ক্লিপ ভাইরাল করেছে তৃণমূল। প্রসঙ্গত ওই অডিয়ো ক্লিপ প্রকাশ্যে আসার পরে মুখ্যমন্ত্রীর ফোনে আড়ি পাতার অভিযোগ তুলেছিল তৃণমূল। এ বার উল্টো অভিযোগ গেরুয়াশিবিরের।
শুক্রবার ওই ফোনালাপের অডিয়ো ক্লিপ ‘ফাঁস’ করে বিজেপি। ওই অডিয়োতে শোনা যাচ্ছে, এক মহিলাকণ্ঠ গত ১০ এপ্রিল চতুর্থ দফার ভোটে শীতলখুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার ব্যক্তির মৃত্যুর ঘটনা নিয়ে ফোনে আলোচনা করছে। ফোনের অপরপ্রান্তের পুরুষকে পরবর্তী রাজনৈতিক কৌশল নিয়ে নানা নির্দেশও দিচ্ছেন তিনি। রাজ্য বিজেপির সহ-পর্যবেক্ষক তথা দলের সর্বভারতীয় আইটি সেলের প্রধান অমিত মালব্যের অভিযোগ, ফোনের একপ্রান্তে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা এবং অন্য প্রান্তে, তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি তথা শীতলখুচি কেন্দ্রের প্রার্থী পার্থপ্রতিম। ওই অডিয়ো ক্লিপের সত্যতা আনন্দবাজার ডিজিটাল যাচাই না করলেও তৃণমূল কার্যত বিজেপি-র অভিযোগ সত্য বলে মেনে নেয়। দলের পক্ষে অভিযোগ মুখ্যমন্ত্রীর ফোনেও আড়ি পাতা হচ্ছে। দলের পক্ষে টুইটে বলা হয়েছে ‘কেন্দ্র কি বর্তমান মুখ্যমন্ত্রীর ফোনের ব্যক্তিগত কথোপকথন ট্যাপ করেছে?একজন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত পরিসরে অনুপ্রবেশ করার ও ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের জন্য ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই’।