Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ভোট ক্যাম্পাস

ভোটের হাওয়া লেগেছে কলেজ-বিশ্ববিদ্যালয়েও। অনেকেই এ বার ভোট দেবেন প্রথমবার। কী বলছে সেই তরুণ প্রজন্ম? কী চাইছেন তাঁরা? উত্তরবঙ্গ নিয়েই বা তাঁদের প্রত্যাশা কী? উত্তরবঙ্গের নানা ক্যাম্পাস ঘুরে খোঁজ নিল আনন্দবাজার• প্রথম বার ভোট, কী অনুভূতি? • সারদা থেকে নারদ, এই ঘুষ কাণ্ডের সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কতটা জড়িত বলে আপনি মনে করেন? • নতুন সরকারের কাছে শিক্ষা নিয়ে কী প্রত্যাশা?

(বাঁ দিক থেকে) সৌভিক, স্মিতা, তানিয়া ও গোবিন্দ। ছবি : নারায়ণ দে।

(বাঁ দিক থেকে) সৌভিক, স্মিতা, তানিয়া ও গোবিন্দ। ছবি : নারায়ণ দে।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার কলেজ শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৬ ০২:০২
Share: Save:

• প্রথম বার ভোট, কী অনুভূতি? • সারদা থেকে নারদ, এই ঘুষ কাণ্ডের সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কতটা জড়িত বলে আপনি মনে করেন? • নতুন সরকারের কাছে শিক্ষা নিয়ে কী প্রত্যাশা? • কর্মসংস্থান নিয়ে কী প্রত্যাশা? • উত্তরবঙ্গের কী কী সমস্যা রয়েছে? নতুন সরকার কী কী করতে পারে? • সোশ্যাল মিডিয়া নাকি চিরাচরিত মিটিং-মিছিল? • পরিবেশ নিয়ে কেউ ভাবে না। আপনি কি মনে করেন, এটা ঠিক?

স্মিতা রায়

প্রথম বর্ষ, কলা বিভাগ

• প্রথম বার ভোট দেব। রোমাঞ্চকর লাগছে।

• এই বিষয়গুলি আমার কাছে পরিস্কার নয়।

• আলিপুরদুয়ারে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন।

• এখানে কর্মসংস্থান নেই, সেই ব্যবস্থা করতে হবে।

• উত্তরবঙ্গে বিভিন্ন শিল্প সংস্থাকে আনা দরকার।

• সোশ্যাল মিডিয়া নয়, মিটিং মিছিলই ভাল লাগে

• পরিবেশের মধ্যে চা বাগান এলাকাও পড়ে। সেখানে উন্নয়ন দরকার।

তানিয়া মহন্ত

ভূগোল অনার্স, প্রথম বর্ষ

• প্রথম ভোট দেব ভেবে খুব উত্তেজিত লাগছে।

• জানা নেই।

• আমাদের এই এলাকায় ভাল ইঞ্জিনিয়ারিং কলেজ নেই, তা গড়া দরকার।

• কর্ম সংস্থানের জন্য বেসরকারি শিল্পের প্রয়োজন।

• গ্রামাঞ্চলের রাস্তাঘাটের সংস্কার প্রয়োজন।

• সোশ্যাল মিডিয়ার যুগেও পথসভার গুরুত্ব আছে।

• পরিবেশ নিয়ে বেশি আওয়াজ ওঠে, তবে কাজের কাজ কিছু হয় না।

গোবিন্দ দাস

প্রথম বর্ষ, কলা বিভাগ

• প্রথম ভোট, ভাল লাগছে।

• বিষয়টি বোঝা যাচ্ছে না।

• চা বলয়ে আরও হাইস্কুল দরকার।

• উত্তরবঙ্গে পৃথক রিক্রুটমেন্ট বোর্ড দরকার।

• উত্তরবঙ্গ জুড়ে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। পর্যটনের আরও বিকাশ চাই।

• সোশ্যাল মিডিয়া।

• পরিবেশ নিয়ে কোনও দল ভাবে না। এই বিষয়ে কোনও কাজও হয় না।

সৌভিক সাহা

প্রথম বর্ষ, কলা বিভাগ

• গণতন্ত্রের অধিকার পেয়ে ভাল লাগছে।

• জানা নেই।

• এলাকার অনেক কলেজে আসন বাড়ানো উচিত।

• উত্তরবঙ্গ জুড়েই কাজের সুযোগ বাড়ানো উচিত।

• উত্তরবঙ্গের সঙ্গে অন্য এলাকার যোগাযোগের জন্য ট্রেন-বাস বাড়ানো উচিত।

• সোশ্যাল মিডিয়া।

• উত্তরবঙ্গের সব জঙ্গলেই নির্বিচারে গাছ কাটা হচ্ছে। তা রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

assembly election 2016 campus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE