Advertisement
২০ এপ্রিল ২০২৪

উদয়নকে সবচেয়ে বড় লিড, নয়া গাড়ি জিতল নয়ারহাট

কথা রেখেছে দল। কথা ছিল, সবচেয়ে বেশি লিড পেলে মিলবে গাড়ি। সেই প্রতিশ্রুতি মতোই বিধানসভা ভোটে দলের প্রার্থীকে সবচেয়ে বেশি ‘লিড’ দেওয়ায় ঝাঁ চকচকে গাড়ি পুরস্কার পাচ্ছে দিনহাটার চৌধুরীহাট অঞ্চল কমিটি।

অরিন্দম সাহা
দিনহাটা শেষ আপডেট: ২২ মে ২০১৬ ০২:২৫
Share: Save:

কথা রেখেছে দল। কথা ছিল, সবচেয়ে বেশি লিড পেলে মিলবে গাড়ি। সেই প্রতিশ্রুতি মতোই বিধানসভা ভোটে দলের প্রার্থীকে সবচেয়ে বেশি ‘লিড’ দেওয়ায় ঝাঁ চকচকে গাড়ি পুরস্কার পাচ্ছে দিনহাটার চৌধুরীহাট অঞ্চল কমিটি।

তৃণমূলের দিনহাটা ২ ব্লক নেতৃত্ব ওই পুরস্কার দেবেন। দলের অন্দরের খবর, মন্ত্রিসভা গঠনের পর্ব মিটলেই রীতিমতো সভা করে ওই কমিটি নেতৃত্বের হাতে নতুন গাড়ির চাবি তুলে দেওয়ার পরিকল্পনা পাকা হয়ে গিয়েছে।

দলের কোচবিহারের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ অবশ্য বলেন, “পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে দিনহাটায় দলের সাংগঠনিক ভিত মজবুত করা হয়। দীর্ঘদিনের ওই লড়াইয়ের ফল এবার বিধানসভা নির্বাচনেও মিলেছে। তবে যারা ভাল কাজ করেন তাদের সব ক্ষেত্রেই পুরস্কার দেওয়া হয়। এ ক্ষেত্রে তাই স্থানীয় নেতৃত্ব ওরকম পুরস্কার দিতেই পারেন।”

দিনহাটা ২ ব্লক তৃণমূল সভাপতি মীর হুমায়ন কবীর এই ফলে তৃপ্ত। তিনি বলেন, “ওই গ্রাম পঞ্চায়েত থেকে উদয়নবাবু ৩৩২৬ ভোট বেশি পেয়েছেন। তাই আগাম ঘোষণা মত ছোট গাড়ি দেওয়া হবে।” ফলে তৃপ্ত হুমায়ন নিজেও বলছেন, “সব মিলিয়ে আমাদের ব্লকে ১৮ হাজারের লিডের টার্গেট ছিল। সেটা ১৭,৩৭৭ ভোটে দাঁড়িয়েছে। আর উদয়নবাবু জিতেছেন ২১,৭৯৩ ভোটের ব্যবধানে।” দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, “কর্মীদের উৎসাহিত করতে ওই পুরস্কারের কথা বলা হয়। অন্য সমস্ত অঞ্চল কমিটির ব্যাপারেও পুরস্কারের চিন্তাভাবনা হচ্ছে।”

দল সূত্রেই জানা গিয়েছে, দিনহাটা বিধানসভা এলাকায় মোট ১৬টি গ্রাম পঞ্চায়েত ও দিনহাটা পুরসভা এলাকা রয়েছে। তারমধ্যে ১২টি গ্রাম পঞ্চায়েত রয়েছে দিনহাটা ২ ব্লকের আওতাধীন। ওই ব্লকের তৃণমূল সভাপতি মীর হুমায়ন কবীর এবার ওই কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হিসেবে অন্যতম দাবিদার ছিলেন। কিন্তু ভোটের কয়েকমাস আগে ফরওয়ার্ড ব্লক ছেড়ে আসা উদয়ন গুহকে খোদ দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় দিনহাটা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দেন। উদয়নবাবু তৃণমূলে যোগ দেওয়ার পরে মীর হুমায়ন কবীর প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করলেও পরে কোন ঝুঁকি নিতে চাননি। উদয়নবাবুর সঙ্গে এলাকা চষে প্রচারে তিনি যেমন ঘাম ঝরান, তেমনি প্রার্থী পরাজিত হলে কোনভাবে যাতে দায় না আসে সেজন্য আগাম নিজের ব্লকের কর্মীদের উৎসাহিত করতে সবথেকে বেশি ‘লিড’ দিলে ঝা চকচকে গাড়ি পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন। এ নিয়ে ভোটের আগে বিরোধীরা সরবও হয়।

তৃণমূলের অন্দরের খবর, কর্মীসমর্থকদের উৎসাহিত করার ওই দাওয়াইয়ে ভাল কাজ হয়েছে। দিনহাটা ২ ব্লকের ১২টি অঞ্চলের মধ্যেই লিড পেয়েছেন উদয়নবাবু। তৃণমূলের চৌধুরীহাট অঞ্চল সভাপতি আহমেদ আলি মিঁয়া স্বীকার করছেন, “ওই গাড়ি পুরস্কারের ঘোষণায় কর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি হয়।” অন্য এক নেতা জানান, জনস্বার্থের কথা ভেবে গাড়ির পরিবর্তে আম্বুল্যান্স চাওয়া হবে কি না তা নিয়েও কর্মীদের অনেকের আলোচনা শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

assembly election 2016 Car
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE