Advertisement
১৯ এপ্রিল ২০২৪

‘অন্য ভোটে’ কিস্তিমাতের স্বপ্ন দেখছেন জোট প্রার্থী

এজেন্ট নেই। নজরে পড়েনি বিরোধীদের বুথ ক্যাম্পেরও। বৃহস্পতিবার, ভোটের দিন পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের বেগপুর ও সুলতানপুর পঞ্চায়েতে বুথে বা বুথের বাইরে বিরোধী দলের অস্তিত্ব কার্যত নজরে পড়েনি।

কেদারনাথ ভট্টাচার্য l
কালনা শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৬ ০২:৪৬
Share: Save:

এজেন্ট নেই। নজরে পড়েনি বিরোধীদের বুথ ক্যাম্পেরও। বৃহস্পতিবার, ভোটের দিন পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের বেগপুর ও সুলতানপুর পঞ্চায়েতে বুথে বা বুথের বাইরে বিরোধী দলের অস্তিত্ব কার্যত নজরে পড়েনি। দাপিয়ে বেড়িয়েছেন শাসক দলের নেতা-কর্মীরাই। কিন্তু এত কিছুর পরেও ফল নিয়ে ডর নেই জোট প্রার্থীর। তাঁর আশা, এ বার ‘অন্য ভোট’ হয়েছে। সেই অঙ্কেই কিস্তিমাত করার আশাও দেখছেনএই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অভিজিৎ ভট্টাচার্য।

দৃশ্য এক: বৃহস্পতিবার বেলা দেড়টা। কালনা ১ ব্লকের বেগপুর ইউনিয়ান ইনস্টিটিউশন। বুথের বাইরে তেমন ভিড় নেই। বুথে দেখা নেই বিরোধী এজেন্টেরও। তবে নিঃশব্দে পড়ে যাচ্ছে ভোট।

দৃশ্য দুই: চৌঘরিয়া প্রাথমিক বিদ্যালয়। দু’টি বুথে দেখা নেই বিরোধী এজেন্টদের। —আর ভোটের দিন এমন দৃশ্যের খবর কানে আসতেই সক্রিয় হতে দেখা গিয়েছে অভিজিৎবাবুকে। কালনা ১ ব্লকের মধুপুর এলাকার দলীয় কার্যালয়ে বসে নির্বাচনী পর্যবেক্ষককে ভোট চলাকালীন বিভিন্ন বুথ নিয়ে অভিযোগও জানান তিনি। তবে ভোট শেষে এই দুই পঞ্চায়েতের মাত্র ৫টি বুথে ফের নির্বাচন চান বিরোধীরা। যদিও তা হবে না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

কিন্তু কোন অঙ্কে ভাল ফলের আশা? একাংশ কংগ্রেস কর্মীর দাবি, ভোটের দিন শাসক দলেরই বিভিন্ন গোষ্ঠী কংগ্রেস প্রার্থীর হয়ে ভোট করিয়েছেন। তাই বোধহয় মুচকি হেসে কংগ্রেস প্রার্থী বলেন, ‘‘এ বার ওই সব এলাকায় অন্য ভোট হয়েছে। মানুষের সমর্থন আমাদের ঝুলিতেই। ফল বেরোলেই দেখবেন।’’ অর্থাৎ কংগ্রেস প্রার্থী ভরসা করছেন শাসক দলের অন্তর্ঘাতের উপরেই।

যদিও পঞ্চায়েত বা লোকসভা ভোটের সময় এই দুই পঞ্চায়েত এলাকাতেই ভোট নিয়ে বিস্তর অভিযোগ জানিয়েছিল বিরোধীরা। এ বারেও এই দুই পঞ্চায়েত এলাকাকে অতি স্পর্শকাতর বলে ঘোষণা করে কমিশন। মোতায়েন করা হয় প্রচুর কেন্দ্রীয় বাহিনী। কমিশনের ভূমিকাতেও আশার আলো দেখছেন বিরোধীরা। কংগ্রেস প্রার্থীও বলেন, ‘‘কমিশনের তৎপরতায় মানুষ ভোট দিতে পেরেছেন।’’

তৃণমূলের যদিও দাবি, দীর্ঘদিনের পোড়খাওয়া নেতা স্বপন দেবনাথের জয় এ বারেও নিশ্চিত। বিরোধীদের ‘অন্তর্ঘাত’ বা ‘অন্য ভোটে’র তত্ত্বও উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূল সূত্রে খবর, কালনা ১ ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে ভোটের দায়িত্বে ছিলেন নাদনঘাটের রাজকুমার পাণ্ডে। মাঠে নেমেছিলেন দলে ডাকাবুকো নেতা হিসেবে পরিচিত ইনসান মল্লিকও। ইনসানের বিরুদ্ধে বিভিন্ন ভোটে হুমকি, বুথ দখল-সহ বিভিন্ন অভিযোগ করে এসেছে বিরোধীরা। দলীয় সূত্রে খবর, এ বারেও ‘ভোট করানো’তে সক্রিয় ভূমিকা নিয়েছেন ইনসান। ইনসানের যদিও দাবি, ‘‘কোথাও সন্ত্রাস নেই। বেগপুর, সুলতানপুর পঞ্চায়েতে বিরোধীদের থেকে হাজার দশেকেরও বেশি ভোটে এগিয়ে থাকবো।’’ জয়ের ব্যবধান বাড়বে বলে আশা করেছেন রাজকুমারবাবুও। আর বিদায়ী মন্ত্রী কী বলছেন? তাঁর প্রতিক্রিয়া, ‘‘সব জায়গাতেই ভাল ভোট হয়েছে।’’

এখন দেখার ‘অন্য ভোট’ শাসকের ভোট-ঘরে সিঁধ কাটতে পারে কি না। অপেক্ষাটা ১৯ মে পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

vote Agent Begpur Selimpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE