Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ফের হামলা বাঘাযতীনে, আক্রান্ত সুজনের এজেন্ট, অভিযুক্ত তৃণমূল

রবিবারের পর ফের সোমবার। বাঘাযতীনে ফের আক্রান্ত সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর নির্বাচনী এজেন্ট। অভিযোগের তির শাসক দল তৃণমূলের দিকে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ মে ২০১৬ ১৩:৩০
Share: Save:

রবিবারের পর ফের সোমবার। বাঘাযতীনে ফের আক্রান্ত সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর নির্বাচনী এজেন্ট। অভিযোগের তির শাসক দল তৃণমূলের দিকে।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ মোটর বাইকে চেপে বেশ কয়েক জন দুষ্কৃতী গৌতম কর নামে সিপিএমের এক নির্বাচনী এজেন্টকে হুমকি দেয়। সেই সময় গৌতমবাবু তাঁদের ফাস্টফুড দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। দোকানে ছিলেন তাঁর ভাইয়ের বউ কৃষ্ণা করও। তিনিও গত ৩০ তারিখের নির্বাচনে যাদবপুরের জোটপ্রার্থী সুজন চক্রবর্তীর নির্বাচনী এজেন্ট ছিলেন।

অভিযোগ, হুমকি দেওয়ার আধ ঘণ্টাখানেক পর ওই দুষ্কৃতীরা ফের ঘুরে আসে। মারধর করে কৃষ্ণাদেবীকে। তাঁদের দোকানও ভাঙচুর করে। সিপিএমের স্থানীয় লোকাল কমিটির সম্পাদক বুদ্ধদেব ঘোষের অভিযোগ, হামলাকারীরা সবাই স্থানীয় তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের ঘনিষ্ঠ। গৌতম করের বক্তব্য, ‘‘যাঁরা হামলা করতে এসেছিল, তাঁদের নেতৃত্বে ছিল স্থানীয় তৃণমূলী গুন্ডা জিত্ মুখোপাধ্যায় ওরফে গুড্ডু। রবিবারের হামলার যে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে, তাতেও এদের দেখা গিয়েছিল।’’ গৌতমবাবুর দাবি, ‘‘আমাদের এই এলাকায় ভোট পরবর্তী এমন সন্ত্রাস আগে কখনও হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Baghajatin assembly election 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE