Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ভোট শেষ হতেই হিংসা, পানিহাটিতে সিপিএমের পার্টি অফিস ভাঙচুর

সোমবার চতুর্থ দফা ভোট মিটতেই হিংসার আগুন ছড়াল বারাকপুরের পানিহাটিতে। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে সিপিএমের তিনটি পার্টি অফিসে ভাঙচুর চালায় কিছু দুষ্কৃতী। পার্টি অফিসের ভিতর থেকে দলীয় পতাকা, ফেস্টুন, টেলিভিশন সেট ভেঙে সামনের নর্দমায় ফেলে দেয় তাঁরা।

নিজস্ব সংবাদদাতা:
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৬ ১৬:৩০
Share: Save:

সোমবার চতুর্থ দফা ভোট মিটতেই হিংসার আগুন ছড়াল বারাকপুরের পানিহাটিতে। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে সিপিএমের তিনটি পার্টি অফিসে ভাঙচুর চালায় কিছু দুষ্কৃতী। পার্টি অফিসের ভিতর থেকে দলীয় পতাকা, ফেস্টুন, টেলিভিশন সেট ভেঙে সামনের নর্দমায় ফেলে দেয় তাঁরা। এ দিন সকালে এই ঘটনা নজরে আসায় সিপিএমের দলীয় কর্মীরা ব্যারাকপুর কমিশনারেটে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছেও।

পানিহাটির জোটপ্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হেরে যাওয়ার ভয়েই জোটের সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে। পার্টি অফিস ভাঙচুর করেছে। আমরা প্রশাসনকে জানাচ্ছি। জোটের সরকার এলে আমরাও বুঝে নেব।’

আরও পড়ুন-ভোট-ক্ষেত্রে অনাথবৎ নন এই নাথবতী

বারাকপুরের মহকুমা শাসক তথা নির্বাচনী আধিকারিক পীযূষ গোস্বামী বলেন, ‘‘আজ সকাল অবধি কয়েকশ অভিযোগ এসেছে। সব অভিযোগ সত্যি নয়। আমরা ব্যাবস্থা নিচ্ছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

assembly election 2016 panihati cpm TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE