Advertisement
২৩ এপ্রিল ২০২৪

‘মমতা বিপজ্জনক, খুন করতে চান গণতন্ত্রকে’, বেনজির আক্রমণে বাবুল

গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মানসিকতা হল গণতন্ত্রকে খুন করার মানসিকতা। আনন্দবাজার ওয়েবসাইটের জন্য অঞ্জন বন্দ্যোপাধ্যায়কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মমতাকে এমনই বেনজির আক্রমণ করলেন বাবুল সুপ্রিয়। বললেন, সততার লেশমাত্র নেই তাঁর মধ্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৬ ০০:৫৮
Share: Save:

গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মানসিকতা হল গণতন্ত্রকে খুন করার মানসিকতা। আনন্দবাজার ওয়েবসাইটের জন্য অঞ্জন বন্দ্যোপাধ্যায়কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মমতাকে এমনই বেনজির আক্রমণ করলেন বাবুল সুপ্রিয়। বললেন, সততার লেশমাত্র নেই তাঁর মধ্যে।

বাবুলের সঙ্গে তৃণমূলের সম্পর্ক মধুর নয় কোনও দিনই। কিন্তু বিখ্যাত ‘ঝালমুড়ি’ সৌজন্যের পর থেকে মমতা-বাবুল ব্যক্তিগত সম্পর্ক অন্য মাত্রা পেয়েছিল। রাজনৈতিক বিরোধিতা থাকলেও বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি মুখ খোলা বন্ধ করে দিয়েছিলেন কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী। ভোটের দামামা বাজার পর থেকে বাবুলকে মমতার বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে ঠিকই। কিন্তু এত কড়া শব্দ মমতার সম্পর্কে আগে কমই প্রয়োগ করেছেন বাবুল। সাক্ষাৎকারে বাবুল বললেন, ‘‘একটা গণতান্ত্রিক দেশে কোনও নেতা বা নেত্রী যখন বলেন যে ২৯৪টি আসনে তিনিই প্রার্থী, তখন খুব বিপজ্জনক একটা দৃষ্টান্ত তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য গণতন্ত্র বিরোধী।’’

মমতাকে ঘুরিয়ে ‘অসৎ’ও বললেন বাবুল। তাঁর মতে, মমতার রাজনীতির ইউএসপি ছিল ‘সততা’। সেই সততা বিষয়টি যে মমতার মধ্যে একেবারেই নেই, গত পাঁচ বছরে কাগজে-কলমে তার প্রমাণ পেয়ে গিয়েছে বাংলা।

দেখুন ভিডিও

‘ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব’ বলে যে মন্তব্য মমতা করেছেন, তা নিয়েও তৃণমূলনেত্রীর ঘোর নিন্দা করলেন বিজেপি নেতা। বললেন, ‘‘১৯ মে আমরা সরকার গড়ব আর তার পর সবাইকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, কড়ায় গণ্ডায় বুঝে নেব, এটা গণতন্ত্রকে হত্যা করার মানসিকতা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE