Advertisement
১৮ এপ্রিল ২০২৪

আমি দুই দিকেতে রই, পরাণ জলাঞ্জলি দিয়া

‘আমি ডান দিকে রই না, আমি বাম দিকে রই না, আমি দুই দিকেতে রই, পরাণ জলাঞ্জলি দিয়া।’— এর থেকে ভাল ভাবে নিরপেক্ষতা বোঝানোর ভাষা আমার জানা নেই। রাস্তায় চলার সময় ডান দিক, বাঁ দিক ভাল ভাবে দেখে চলাই আমার অভ্যেস। এ বার থেকে বোধহয় ওপর দিকটাও দেখে চলতে হবে!

শ্রীলেখা মিত্র
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৬ ১৬:৩১
Share: Save:

‘আমি ডান দিকে রই না, আমি বাম দিকে রই না, আমি দুই দিকেতে রই, পরাণ জলাঞ্জলি দিয়া।’— এর থেকে ভাল ভাবে নিরপেক্ষতা বোঝানোর ভাষা আমার জানা নেই। রাস্তায় চলার সময় ডান দিক, বাঁ দিক ভাল ভাবে দেখে চলাই আমার অভ্যেস। এ বার থেকে বোধহয় ওপর দিকটাও দেখে চলতে হবে!

অনেকেই ভাবতে পারেন আমি পলিটিক্যালি কারেক্ট থাকার জন্য এ ভাবে বললাম। কিন্তু বিশ্বাস করুন, এটাই সত্যি। কিছু ক্ষণ আগে গান শোনার জন্য রেডিও টিউন করছিলাম। কিন্তু ৩ মিনিট ৫২ সেকেন্ড পর পর বিজ্ঞাপন বিরতিতে পলিটিক্যাল ক্যাম্পেনিংয়ের জন্য রেডিও বন্ধ করতে বাধ্য হলাম। মার্চ-এপ্রিলের গরম, ইনকাম ট্যাক্স, বাজার দর, পেট্রোলের দাম বাড়ায় মাথা গরম। এ হেন সমস্ত প্রকারের গরমের ঊর্ধ্বে গরম ভোটের বাজার। আসছে ইলেকশন, মন তাই ভাবছে কী হয় কী হয়, কী জানি কী হয়...।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

assembly election 2016 Sreelekha Mitra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE