Advertisement
২০ এপ্রিল ২০২৪

সততার প্রতীক এ বার কোথাও কোথাও কোথাও কোথাও... নেই!

বিজেপি’র ঢেউ নেই মানলেন। মমতার ম্যাজিক রয়েছে, তাও স্বীকার করলেন। তার পরই মুচকি হেসে বুঝিয়ে দিলেন কটাক্ষটা। আনন্দবাজার ওয়েবসাইটের জন্য অঞ্জন বন্দ্যোপাধ্যায়কে দেওয়া সাক্ষাৎকারে বাবুল সুপ্রিয় বললেন, মমতার ম্যাজিক হল সিন্ডিকেট, দুর্নীতি আর অরাজকতার ম্যাজিক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৬ ২৩:০৯
Share: Save:

বিজেপি’র ঢেউ নেই মানলেন। মমতার ম্যাজিক রয়েছে, তাও স্বীকার করলেন। তার পরই মুচকি হেসে বুঝিয়ে দিলেন কটাক্ষটা। আনন্দবাজার ওয়েবসাইটের জন্য অঞ্জন বন্দ্যোপাধ্যায়কে দেওয়া সাক্ষাৎকারে বাবুল সুপ্রিয় বললেন, মমতার ম্যাজিক হল সিন্ডিকেট, দুর্নীতি আর অরাজকতার ম্যাজিক।

রাজনীতিতে এসেই অবিশ্বাস্য সাফল্যের মুখ দেখেছেন বাবুল। ২০১৪-র লোকসভা নির্বাচন ঘোষণার আগে পর্যন্তও রাজনীতির আঙিনার আশেপাশে তেমন দেখা যেত না তাঁকে। কিন্তু ভোট আসতে আচমকাই আসানসোলের বিজেপি প্রার্থী হিসেবে ঘোষিত হয় তাঁর নাম। অবিশ্বাস্য জয় পান বাবুল। এখন কেন্দ্রীয় মন্ত্রীও। কিন্তু যে ঢেউয়ে ভেসে আজ নয়াদিল্লির ক্ষমতার অলিন্দে তিনি পৌঁছেছেন, বাংলায় তো সে ঢেউ এখন ইতিহাস। বাবুল বললেন, ‘‘যে কোনও ঢেউই থামে। সুনামিও আছড়ে পড়ার পর কোথাও না কোথায় গিয়ে থিতিয়ে যায়। সারাক্ষণ তো ঢেউ চলতে পারে না। তাই এটা অস্বাভাবিক ঘটনা নয়। বরং এটাই স্বাভাবিক।’’

তা হলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিকও ফুরিয়ে যাওয়ার কথা। তা কী ফুরিয়েছে? বাবুলের চটপট জবাব, ‘‘না না, সে ম্যাজিক ফুরোয়নি। কারণ তাঁর ম্যাজিক হল সিন্ডিকেটের ম্যাজিক, দুর্নীতির ম্যাজিক আর অরাজকতার ম্যাজিক।’’ ভাল ম্যাজিক আর খারাপ ম্যাজিকের শ্রেণি বিভাজন করে বাবুল সুপ্রিয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, তৃণমূল নেত্রী ব্ল্যাক ম্যাজিক জানেন!

‘সততার প্রতীক’কে জবর খোঁচাও দিলেন বাবুল সুপ্রিয়। বললেন, ‘‘২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ছবির তলায় একটাই লাইন লেখা থাকত। সততার প্রতীক। এ বার আর কোথাও, কোথাও, কোথাও, কোথাও, পশ্চিমবঙ্গের কোথায় সে কথা লেখা নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE