Advertisement
৩০ নভেম্বর ২০২২

ছবি-বিতর্কে জড়ালেন ম্যাডোনা

ফের বিতর্কে জড়ালেন পপস্টার ম্যাডোনা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের পরবর্তী অ্যালবাম ‘রেবেলহার্ট’-এর প্রচারে করতে গিয়ে এ বার যিশুখ্রিস্ট থেকে মার্টিন লুথার কিঙ্গের ছবি বিকৃত করেছেন এই মার্কিন গায়িকা। ম্যাডোনার রেবেলহার্ট অ্যালবামটি প্রকাশিত হওয়ার কথা মার্চে। তবে ইতিমধ্যেই ইন্টারনেটে ‘লিক’ হয়েছে সেই অ্যালবামের প্রচ্ছদের ছবি। সেই সাদাকালো ছবিতে মুখে কালো তার বেঁধে দেখা দিয়েছেন পপ সম্রাজ্ঞী।

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৫ ০১:১০
Share: Save:

ফের বিতর্কে জড়ালেন পপস্টার ম্যাডোনা।

Advertisement

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের পরবর্তী অ্যালবাম ‘রেবেলহার্ট’-এর প্রচারে করতে গিয়ে এ বার যিশুখ্রিস্ট থেকে মার্টিন লুথার কিঙ্গের ছবি বিকৃত করেছেন এই মার্কিন গায়িকা। ম্যাডোনার রেবেলহার্ট অ্যালবামটি প্রকাশিত হওয়ার কথা মার্চে। তবে ইতিমধ্যেই ইন্টারনেটে ‘লিক’ হয়েছে সেই অ্যালবামের প্রচ্ছদের ছবি। সেই সাদাকালো ছবিতে মুখে কালো তার বেঁধে দেখা দিয়েছেন পপ সম্রাজ্ঞী। সম্প্রতি ‘#রেবেলহার্ট’ মর্মে নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিঙ্গ এমনকী, যিশুখ্রিস্টেরও কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম, টুইটারে পোস্ট করেছেন ম্যাডোনা। সেই ছবিগুলিতে ম্যাডোনার আগামী অ্যালবামের প্রচ্ছদের অবিকল কালো তার বাঁধা হয়েছে ঐতিহাসিক এবং ধর্মীয় ওই চরিত্রগুলির মুখেও। আর তাতেই চটেছেন নেটিজেনরা। ছবিগুলি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। নিজের ঢাক পেটাতে নেমে ইতিহাস ও ধর্মকে কলঙ্কিত করার পাল্টা অভিযোগ উঠেছে পপ তারকার বিরুদ্ধে। এক কথায়, ৫৬ বছরের গায়িকার পোস্ট করা ছবি নিয়ে তোলপাড় ইন্টারনেট। ম্যাডোনার পরের অ্যালবামকে বয়কট করার আর্জি জানিয়ে যেমন অনেকে টুইট করছেন, তেমনই কারও কারও দাবি, গায়িকা হয়তো বুঝতেই পারছেন না তিনি কী ভাবে ওই মানুষদের অপমান করছেন!

তবে এই নিয়ে কোনও মন্তব্য করেননি গায়িকা। নিন্দুকদের অবশ্য দাবি, গানের অ্যালবামকে শিরোনামে নিয়ে আসতে জেনেবুঝেই এই বিতর্কে জড়িয়েছেন ম্যাডোনা। ফলে, লোকে কু-কথা বললেও এই সুবাদে তাঁর অ্যালবাম যে প্রচারের আলোয় উঠে এসেছে তা ভালই বুঝেছেন তিনি। সমালোচকেরা বলছেন, যে অ্যালবাম প্রকাশ্যে আশার আগেই শিরোনামে উঠে এসেছে, তার জনপ্রিয়তা ঠেকায় কে!

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.