গত কয়েক দিন ধরেই দেশ জুড়ে পিকে নিয়ে চলছে তীব্র প্রতিবাদ। আঙুল উঠেছে বজরঙ্গ দল এবং বিশ্ব হিন্দু পরিষদের দিকে। আজ দিল্লির তিনটি সিনেমা হলে এই ছবির প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়। এই অবস্থায় আজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ সাফ জানিয়ে দিলেন, তাঁর রাজ্যে পিকে-র কোনও শো বন্ধ হবে না। পাশাপাশি আমির খান অভিনীত এই ছবিকে কেন্দ্র করে আসরে নেমে পড়লেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। নিজের রাজ্যে এই ছবিকে করমুক্ত ঘোষণা করে নতুন বিতর্ক উস্কে দিলেন তিনি।
কিছু দিন আগেই সঙ্ঘ পরিবারের অতি সক্রিয়তায় ধর্মান্তরণ প্রশ্নে সংসদে খেসারত দিতে হয়েছে মোদী সরকারকে। তাই পিকে নিয়ে বিতর্কে ইতি টানার চেষ্টা করছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংখ্যালঘুদের আস্থা অর্জনে ইতিমধ্যেই পদক্ষেপ করেছেন। সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নকভিকে দিয়ে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় গিয়ে সরকারের উন্নয়ন কর্মসূচি প্রচারের নির্দেশ দিয়েছেন। সেই পথেই হেঁটে পিকে নিয়ে মহারাষ্ট্রে সব রকম বিতর্ক বন্ধ করতে মুখ খুললেন ফডনবীশ।
যদিও গত কাল প্রতিবাদের জেরে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাম শিন্দে ছবির বিষয়বস্তু খতিয়ে দেখতে পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সে সবে পাত্তা না দিয়ে ফডনবীশ আজ সাফ বলেন, “কোনও তদন্ত হবে না। মহারাষ্ট্রে এই ছবি দেখানো হবে।” শো চলাকালীন যাতে কোনও বিঘ্ন না ঘটে, তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ফডনবীশ জানাচ্ছেন, সেন্সর বোর্ড মনে করেছে ফিল্মটির মুক্তিতে কোনও অসুবিধা নেই। তারা ছাড়পত্রও দিয়েছে। তাই ছবি না দেখানোর কোনও প্রশ্ন নেই।