Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Entertainment News

দুর্গাপুজোয় সন্ত্রাসবাদের নতুন ছক

বিদেশে শুট হওয়া প্রথম বাংলা ওয়েব সিরিজ নিয়ে খবর দিচ্ছেন স্রবন্তী বন্দ্যোপাধ্যায়জীবন থেকে পাওয়া এরকম ভাবনা নিয়ে পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন ছবি ‘শরতে আজ’।

শুটিংয়ে পায়েল এবং বিদীপ্তা।

শুটিংয়ে পায়েল এবং বিদীপ্তা।

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৮ ১২:৪২
Share: Save:

বাঙালির শারদীয়া কার্নিভালের নানা দৃশ্য। কলকাতা নয়, খোদ লন্ডনে। সেখানেই হঠাৎ সন্ত্রাসবাদীদের হানা?
তারপর?...
জীবন থেকে পাওয়া এরকম ভাবনা নিয়ে পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন ছবি ‘শরতে আজ’।
ছবির পুরো শুটিং লন্ডনে।‘‘আসলে জি ফাইভের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। ওয়েব সিরিজে কাজ করার মধ্যে একধরনের স্বাধীনতা আছে।শরতে আজ-এর মধ্যে যেমন অস্তিত্বের সংকট আছে। সংস্কৃতির বন্ধন আছে। আবার আজকের পৃথিবীর সন্ত্রাসের ঘটনাও জড়িয়ে আছে উৎসবের পথে।’’জানালেন পরমব্রত চট্টোপাধ্যায়।

আরও পড়ুন, সেলেব হওয়ার আগে রণবীর-অনুষ্কাদের এই প্রেম ছিল, জানতেন?

পুরোপুরি বিদেশে শ্যুট হওয়া বাংলা ওয়েব সিরিজে আছে কাস্টিং-এর নানা চমক। পরমব্রত চট্টোপাধ্যায় ছাড়াও এই সিরিজে কাজ করছেন পায়েল সরকার,বিদীপ্তা চক্রবর্তী, কাঞ্চন মল্লিক,ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
‘শরতে আজ’এর গানেও আছে রবীন্দ্রসংগীত আর পল্লী গানের মেলবন্ধন। সাহানা বাজপেয়ী আর সাম্যন্তক সাহার ভাবনায় ‘শরতে আজ’এর সুরেও নতুনত্বের ছোঁয়া।
লন্ডন থেকে শট দিতে দিতে আনন্দবাজার ডিজিটালকে বললেন বিদীপ্তা, ‘‘খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এরকম একটা বাংলা ওয়েব সিরিজ হচ্ছে। আমার চরিত্রের নাম অনন্যা।’’দু’দিনের ছুটি পেয়ে স্কটল্যান্ডে ঘুরে এসেছেন বিদীপ্তা। এখন পুরোদমে চলছে শুটিং -এর কাজ।

আরও পড়ুন, ‘ওঁর বিয়ে তো আমি কী করব?’ প্রিয়ঙ্কা প্রসঙ্গে মন্তব্য শাহরুখের

প্রথম ‘জি বেঙ্গলি ওয়েব সিরিজ’কালী করে যথেস্ট সাড়া পেয়েছিলেন পরমব্রত।
এ বার দুর্গা পুজো, সম্পর্ক, সন্ত্রাস নিয়ে বিদেশের প্রেক্ষাপটে এক নতুন রহস্যের মায়াজালে দর্শককে জড়িয়ে ফেলতে প্রস্তুত ‘শরতে আজ’।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE