Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Entertainment News

ছেলের ওপর মায়ের গোয়েন্দাগিরি! টিভিতে আসছে ‘বাবুর বিয়ে’

এই ছবিতে মায়ের ভূমিকায় রয়েছেন তুলিকা বসু। চরিত্রের সঙ্গে তাঁর জীবনের সাদৃশ্য আছে?

ছবির প্রধান তিন চরিত্র।

ছবির প্রধান তিন চরিত্র।

মৌসুমি বিলকিস
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮ ০০:১০
Share: Save:

বাস্তবে অনেক মা-ই আছেন, যাঁরা ছেলের ব্যক্তিগত স্পেসে ঢুকে প’ড়ে নানান জটিলতা তৈরি করেন। ছেলেও মায়ের আড়ালে খুঁজতে থাকে নিজের স্পেস।চলতে থাকে টানাপড়েন। ‘বাবুর বিয়ে’-তে মা-ছেলের জার্নি ঠিক কেমন?

গল্পের ‘বাবু’ হৃতজিত চট্টোপাধ্যায় বললেন, ‘‘ফিল্ম দেখার পর দর্শকরা ভাববেন, ছেলে যা করছে ঠিক করছে না, ভুল করছে। আর মা যা করছেন, তাও কি ঠিক করছেন? ছেলের দিক থেকে দেখলে মনে হবে ছেলেই ঠিক, মায়ের একটু বাড়াবাড়ি। আবার মায়ের দিক থেকে দেখলে মনে হবে মা ঠিক, ছেলের একটু বাড়াবাড়ি।’’

এই ছবিতে মায়ের ভূমিকায় রয়েছেন তুলিকা বসু। চরিত্রের সঙ্গে তাঁর জীবনের সাদৃশ্য আছে? তিনি বললেন, ‘‘আমিও এক ছেলের মা, বাবুর মাও এক ছেলের মা। কিন্তু বাবুর মায়ের সঙ্গে আমার মিল নেই। আমার ছেলেকে আমি একদম ঘুড়ির মতো ছেড়ে দিই। কিন্তু বাবুর মা ছাড়েন না। শুধু লাটাই কেন, পারলে ঘুড়িটাই বুকে ধরে রাখেন। বুকে চেপে গলাটা যদি ধরে থাকা হয় কোনও মানুষই তো শ্বাস নিতে পারে না। একটা সময় পর্যন্ত মায়ের বেশ কিছু দায়িত্ব থাকে। তারপর দূর থেকে দেখতে হয়।’’

আরও পড়ুন, রহস্য-উত্তেজনার রোলার কোস্টার ‘অপহরণ’, মুক্তি পেল ট্রেলার

হৃতজিত কি বাবুর মতো? ‘‘আমি কিন্তু মাম্মাজ বয়। বাবু টু সাম এক্সটেন্ট হৃতজিত। তাই ডিরেক্টর যখন গল্পটা বলেন আমার বুঝতে একটুও অসুবিধা হয়নি। এই ফিল্মে বাবুর মায়ের নেটওয়ার্কিং খুব রিয়ালিস্টিক, দর্শক রিলেট করতে পারবেন’’ বললেন হৃতজিত।


‘বাবুর বিয়ে’র নায়ক-নায়িকা।

এই ছবির নায়িকা পায়েল(সঞ্চারী দাস)-এর গল্প আবার একটু আলাদা। তাঁর কথায়, ‘‘বাবু যেমন মাম্মাজ বয়, পায়েল তেমন পাপাজ গার্ল। কিন্তু পায়েলের বাবা চান মেয়ে নিজে লড়াই করুক। পায়েল ডানপিটে। মারপিটও করে।’’

এই ছবিতে হৃতজিতের সঙ্গে পায়েলের কেমিস্ট্রি কেমন? অভিনেতা জানালেন, দর্শক নতুনভাবে দেখবেন এই জুটিকে। প্রবীর গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় জি বাংলা সিনেমায় আগামী ১৬ ডিসেম্বর দেখা যাবে ছবিটি।

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TV Bengali Movie Celebrities
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE