Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Entertainment News

রামের জীবনে রায়না এল, তার পর...

রাম এবং রায়নার ভালবাসার গল্পকে ফ্রেমবন্দি করেছেন পরিচালক সৌম্যজিত্ আদক। সৌজন্য তাঁর নতুন হিন্দি শর্ট ফিল্ম ‘দরিয়া’।

ছবির শুটিংয়ে নীল এবং তৃণা।

ছবির শুটিংয়ে নীল এবং তৃণা।

স্বরলিপি ভট্টাচার্য
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ১২:৪০
Share: Save:

রাম শর্মা। পেশায় গ্যারাজ মেকানিক।

রায়না। শিক্ষিকা।

রাম এবং রায়নার ভালবাসার গল্পকে ফ্রেমবন্দি করেছেন পরিচালক সৌম্যজিত্ আদক। সৌজন্য তাঁর নতুন হিন্দি শর্ট ফিল্ম ‘দরিয়া’। ২০ মিনিটের এই ছবিটি ইউটিউবে মুক্তি পাবে আগামী ২৮ অক্টোবর।

এই ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন নীল ভট্টাচার্য। তিনি বললেন, ‘‘আজকাল তো সব কিছুই ভীষণ অ্যাডভান্স। সৌম্যজিত্ একটা সিম্পল ইমোশন নিয়ে একটা ভালবাসার গল্প তৈরি করতে চেয়েছে। এই প্রথম একটা ডিগ্ল্যাম চরিত্র দেওয়া হয়েছে আমাকে। সাধারণত চকোলেট বয় ক্যারেক্টারই আমি পাই। এই প্রথমবার একটা রাফ লুক দেওয়া হয়েছে। এই ছেলেটার লাইফের স্ট্রাগল নিয়েই গল্প।”

আরও পড়ুন, সপরিবার দুর্গাপুজো কাটালেন হবু মা সুদীপা

২০১৪-এ এমবিএ পাশ করেছেন সৌম্যজিত্। তখনই ফিল্ম মেকিং সিনোমাটোগ্রাফির কোর্স করেন। অ্যাড ফিল্মেও কাজ করতে শুরু করেন। ২০১৬ থেকে প্রফেশনালি কাজ শুরু করা পরিচালক এর আগে বেনি দয়ালের একটা হিন্দি মিউজিক ভিডিয়ো করেছেন। প্রিয়ঙ্কা সরকারকে নিয়ে ‘মায়া’ নামের একটি শর্ট ফিল্ম তৈরি করেছেন। আবার ‘ইয়ে রিস্তা’ নামের একটি শর্টফিল্ম করেছেন অভিনেত্রী ঋ-কে নিয়ে।

আরও পড়ুন, রাহুল নয়, কার সঙ্গে বিজয়া কাটল প্রিয়ঙ্কার?

শর্ট ফিল্ম, মিউজিক ভিডিয়ো এবং ওয়েব সিরিজে কাজ করা সৌম্যজিত্ ‘দরিয়া’ কেন তৈরি করলেন? তাঁর কথায়, ‘‘এটা একটা নর্মাল লভ স্টোরি। তবে ডিফারেন্ট ট্রিটমেন্ট কিছু থাকবেই। প্রধান চরিত্র যে ছেলেটি তার জীবনে বন্ধু নেই, প্রেম নেই। তার জীবনে একটি মেয়ের অদ্ভুত ভাবে আসা এবং চলে যাওয়া। আর এই মাঝের সময়টায় ছেলেটির জীবনের আমূল পরিবর্তন নিয়েই গল্প।”


শুটিংয়ের একটি দৃশ্য।

গল্পের মূল মহিলা চরিত্র অর্থাত্ রায়নার ভূমিকায় অভিনয় করেছেন তৃণা সাহা। তিনি শেয়ার করলেন, ‘‘খুব সাধারণ গল্প। দর্শক কানেক্ট করতে পারবেন। এই ছেলেটা বা মেয়েটা আশেপাশেই থাকে। আমার এক খ্রিষ্টান মেয়ের চরিত্র। এই প্রথম হিন্দি শর্ট ফিল্ম করলাম। খ্রিষ্টান মেয়ের চরিত্রও প্রথম।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE