Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Entertainment news

নোট বাতিল? ট্রাম্প জিতে গেল? টেক ইট ইজি! ফের বললেন রহমান

নোট বাতিল নিয়ে ভোগান্তি। এআর রহমানের খুব একটা কিছু যায় আসে না। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে চমকে এমনকী বমকেও দিয়েছেন বহু মানুষকে। তা নিয়েও বেশি ভাবতে তিনি নারাজ। কারণ, ২৩ বছর ধরে এ ধরণের যাবতীয় বিষয়ে তাঁর একটাই পলিসি, ‘টেক ইট ইজি’।

এ আর রহমান।

এ আর রহমান।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৭ ১২:৪৫
Share: Save:

নোট বাতিল নিয়ে ভোগান্তি। এআর রহমানের খুব একটা কিছু যায় আসে না। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে চমকে এমনকী বমকেও দিয়েছেন বহু মানুষকে। তা নিয়েও বেশি ভাবতে তিনি নারাজ। কারণ, ২৩ বছর ধরে এ ধরণের যাবতীয় বিষয়ে তাঁর একটাই পলিসি, ‘টেক ইট ইজি’।

১৯৯৪ সালে প্রথম তাঁর কণ্ঠে এই পলিসির কথা শোনা গিয়েছিল। ‘ঊর্বশী ঊর্বশী’ গানে। তবে তার পলিসির বিষয়বস্তুতে খানিকটা হেরফের ঘটেছে। নতুন বছরের ‘টেক ইট ইজি পলিসি’-তে উঠে এসেছে ডোলান্ড ট্রাম্প, হিলারি ক্লিন্টন, এমনকী নোট বাতিলও। কী রকম? এই পলিসি আর কিছুই নয়, এআর রহমানের ‘ঊর্বশী ঊর্বশী’ গানটার রিমেক।

সম্প্রতি একটি বিনোদনমূলক চ্যানেলের জন্য তামিল ভাষাতে এআর রহমান ‘ঊর্বশী ঊর্বশী’ গানটা রিমেক করেছেন। সুর এবং বিষয়বস্তু এক রেখে গানের কথায় হেরফের ঘটিয়েছেন। রিমেক-এও ঠিক পুরনো ঊর্বশীর মতোই সব কিছুকে সহজ ভাবে নেওয়ার বার্তাই দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন, হিলারি ক্লিন্টনের হেরে যাওয়া, দেশে রাতারাতি নোট বাতিল- তাঁর কথায় ‘টেক ইট ইজি পলিসি’তে নিয়ে নাও সব কিছুকেই। ঠিক যেমন ছিল ১৯৯৪ সালে ঊর্বশী গানটিতে। প্রভু দেবার নাচ আর রহমানের কণ্ঠে সুপার হিট হয়েছিল গানটি। এখনও অনেকেরই মুখে শোনা যায়। রিমেক করা নতুন ঊর্বশীকে নিয়ে এসেও কিন্তু রহমান হিট। বুধবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পরই তা ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ১০ লক্ষেরও বেশি ইউজার দেখে ফেলেছেন ভিডিওটি।

এই গানটিকে এআর রহমানকে সঙ্গ দিয়েছেন সুরেশ পিটার এবং কম্পোজার রঞ্জিত ব্যারট। গানের আইডিয়া অবশ্য এ বার আর শুধুমাত্র রহমানের নয়। গত ডিসেম্বর তিনি ঊর্বশী-র রিমেক করতে চান বলে টুইটারে পোস্ট করেছিলেন। একদম একই ধাঁচে রিমেক-এর জন্য ফ্যানেদের কাছ থেকে আইডিয়া চান। তার পরেই এক এক রকম আইডিয়া জমতে শুরু করে তাঁর টুইটার ওয়ালে। কেউ লেখেন, ‘শক্ত করে বেল্ট দিয়ে বাঁধার পরেও যদি ধুতি খুলে যায়, টেক ইট ইজি পলিসি’, এক জন লেখেন, ‘হেলমেট পরার পরও যদি মামা (পুলিশ) তাড়া করে, টেক ইট ইজি পলিসি।’ এ রকমই বেশ কিছু আইডিয়ার সঙ্গে নিজের আইডিয়া যোগ করেই রিমেকটা বানিয়ে ফেলেন তিনি।

আরও পড়ুন: ভারতে ছবির প্রচারে এসে লুঙ্গি ডান্সে চমকে দিলেন ভিন ডিজেল!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

A R Rahman Music Tamil music
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE