কামব্যাক করছেন জুনিয়র বচ্চন। ‘হাউসফুল থ্রি’ এর পর আর ডাক আসেনি। ডাক যখন এল, তখন এক্কেবারে অন্যধারার পরিচালক অনুরাগ কাশ্যপের ছবির জন্য। ২ বছর পর আবার রোল ক্যামেরা অ্যাকশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিষেক বচ্চন। তাঁর বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে। ছবির নাম ‘মনমর্জিয়া’।
‘মুক্কাবাজ’ এর পর আরেকবার জুটি বাঁধছেন অনুরাগ কাশ্যপ এবং আনন্দ এল রাই। আনন্দ এল রাই প্রযোজিত ‘মনমর্জিয়া’ ছবিটি পরিচালনা করবেন অনুরাগ। অভিষেক এবং তাপসী ছাড়াও ছবিতে দেখা যাবে অভিনেতা ভিকি কৌশলকে। ‘মসান’ ছবিতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন ভিকি। তার পর অনুরাগ কাশ্যপেরই ‘রমন রাঘব টু পয়েন্ট জিরো’তে পুলিশের ভূমিকায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন ভিকি।
অভিনেতা ভিকি কৌশল তাঁর টুইটার হ্যান্ডেলে এই খবরটি জানিয়েছেন। সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন ভিকি। সেই ছবিতেই দেখা গিয়েছে অনুরাগ, অভিষেক, তাপসী, ভিকি এবং আনন্দ এল রাইকে।