Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Entertainment News

‘উড়নচণ্ডী’র হাত ধরে পুরস্কার এল অভিষেকের ঝুলিতে

শুটিং শুরুরএক বছর আগে এই ছবির চিত্রনাট্য লেখেন অভিষেক এবং সুদীপ দাস। তার পর সে গল্প শুনিয়েছিলেন প্রসেনজিত্‌কে। 

‘উড়নচণ্ডী’র একটি দৃশ্য।

‘উড়নচণ্ডী’র একটি দৃশ্য।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮ ১২:০৮
Share: Save:

যে কোনও পুরস্কারই খুশি বয়ে আনে। ব্যতিক্রমী নন অভিষেক সাহাও। প্রথম ছবি ‘উড়নচণ্ডী’ মুক্তি পেয়েছে মাস কয়েক আগে। আর তার জন্যই পুরস্কার পেলেন তিনি। ডেবিউ পরিচালক হিসেবে সেরা ছবির জন্য হায়দরাবাদের ‘অল লাইটস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ‘এনইটিপিএসি’ অ্যাওয়ার্ড জিতে নিলেন তিনি।

শুটিং শুরুরএক বছর আগে এই ছবির চিত্রনাট্য লেখেন অভিষেক এবং সুদীপ দাস। তার পর সে গল্প শুনিয়েছিলেন প্রসেনজিত্‌কে। অভিষেক বলেছিলেন, ‘‘গল্পটা শুনে বুম্বাদা বলেছিল, আর কোথাও যাবে না তুমি। এটা আমি করব। অবাক হয়েছিলাম। বুম্বাদা করতে রাজি হবে ভাবিনি।’’

‘উড়নচণ্ডী’র হাত ধরে টলিউড দেখেছে নতুন দু’টি মুখ। রাজনন্দিনী পাল এবং অমর্ত্য রায়। পাশাপাশি ছিলেন চিত্রা সেন এবং সুদীপ্তা চক্রবর্তী। সূত্রের খবর, সকলের অভিনয়ের প্রশংসা হয়েছে। পরিচালকের মুন্সিয়ানাও কুর্নিশ আদায় করে নিয়েছে কোনও কোনও মহলের। কিন্তু বক্স অফিসে আশা অনুযায়ী সাফল্য পায়নি এই ছবি।

আরও পড়ুন, হাতে এনগেজমেন্ট রিং? তা হলে কি বিয়ে ঐন্দ্রিলার?

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE