Advertisement
১৮ এপ্রিল ২০২৪
sayantika banerjee

গাড়ি আটকে সায়ন্তিকাকে মারধরের চেষ্টা, ধৃত অভিনেতা জয় মুখোপাধ্যায়

দু’জনের সম্পর্কের টানাপোড়েন থেকেই কি এই ঘটনার সূত্রপাত?

জয় মুখোপাধ্যায় ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

জয় মুখোপাধ্যায় ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৮ ১৩:০৫
Share: Save:

অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগে ধৃত অভিনেতা জয় মুখোপাধ্যায়। শুক্রবার সন্ধেয় টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন সায়ন্তিকা। সেই অভিযোগের ভিত্তিতে এ দিন রাতেই জয়কে গ্রেফতার করেছে পুলিশ। জয়ের বিরুদ্ধে ভারতীয় আইনের ২৭৯ (বেপরোয়া গাড়ি চালানো), ৩৪১ (অন্যায় ভাবে আটকানো) ও ৩২৩ (মারধর) ধারায় মামলা রুজু হয়েছে। শনিবার জয়কে আলিপুর আদালতে তোলা হলে ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক।

পুলিশ সূত্রে খবর, দু’জনের সম্পর্কের টানাপড়েন থেকেই এই ঘটনার সূত্রপাত। সায়ন্তিকা পুলিশকে জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই তাঁদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক ছিল। ইদানীং জয়ের নানা আচরণ ও ব্যবহারে সেই প্রেমে ফাটল ধরে। তার পর থেকেই নানা ভাবে জয় তাঁকে উত্যক্ত করছিলেন বলে সায়ন্তিকার অভিযোগ।

দেখুন ভিডিয়ো:

শুক্রবার দুপুরে দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভেনিউয়ে হঠাৎই সায়ন্তিকার গাড়ির সামনে খুব জোরে ব্রেক কষে পথ আটকান জয়। অভিযোগ, গাড়ি আটকে তার ভিতর থেকে সায়ন্তিকাকে টেনে বার করার চেষ্টা করেন। গাড়ির ভিতেরে ছিলেন সায়ন্তিকার সহকারী। তিনি সায়ন্তিকাকে বাঁচাতে গেলে তাঁর সঙ্গেও হাতাহাতি করেন জয়। সায়ন্তিকার গায়েও হাত তোলার চেষ্টা করেন। ভরদুপুরে সাদার্ন অ্যাভিনিউয়ের রাস্তায় এমন দৃশ্য থমকে দিয়েছিল পথচারীদের। স্থানীয়দের মধ্যস্থতায় তখনকার মতো ঝঞ্ঝাট মিটলে, গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যান সায়ন্তিকা। পরে বিকেলেই টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

আরও পড়ুন: ‘গত পাঁচ বছর ধরে আমাকে বিয়ের জন্য বলে বলে মা ক্লান্ত’

কনের সাজে সায়ন্তিকা, তোলপাড় ফেলে দিল এই ছবি

কেরিয়ারের দৌড়ে জয়কে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে রয়েছেন সায়ন্তিকা। বেশ কিছু মূল ধারার ছবি— ‘কেলোর কীর্তি’, ‘অভিমান’, ‘আমি যে কে তোমার’ ছাড়াও সম্প্রতি ‘উমা’-তেও নজর কেড়েছেন তিনি। তাঁর কেরিয়ার গ্রাফ গত দু’বছর ধরেই বেশ ঊর্ধমুখী। কিন্তু ২০১৭-য় ‘আমি যে কে তোমার’-এর পর টেলিভিশন বা বড় পর্দা কোথাও জয়ের তেমন নজরকাড়া উপস্থিতি নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE