Advertisement
০৪ অক্টোবর ২০২৩
Entertainment News

‘ইচ্ছেনদী’র পর ‘মেঘলা’ গেলেন কোথায়?

‘মেঘলা’ অর্থাত্ সোলাঙ্কি রায় গেলেন কোথায়? কী করছেন তিনি এখন?

সোলাঙ্কি রায়। ছবি: সোলাঙ্কির ফেসবুক পেজের সৌজন্যে।

সোলাঙ্কি রায়। ছবি: সোলাঙ্কির ফেসবুক পেজের সৌজন্যে।

স্বরলিপি ভট্টাচার্য
শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৭ ১৫:১৯
Share: Save:

সন্ধের ড্রইংরুম মানেই ‘মেঘলা-বিক্রম’-এর রোম্যান্স। অথবা সম্পর্কের টেনশন নিয়ে তৈরি মুহূর্তরা আবেশ ছড়াত চা-এর আলসেমিতে। ক’দিন আগে পর্যন্তও এমনটাই ছিল চেনা ছবি। সৌজন্যে ‘ইচ্ছেনদী’। মাস দুয়েক হল তুমুল জনপ্রিয় সিরিয়ালটি শেষ হয়েছে। ড্রইংরুমের দখল নিয়েছে অন্য চরিত্ররা। কিন্তু, দর্শকরা ভোলেননি ‘মেঘলা’কে।

আরও পড়ুন, ‘ভালবাসার শহর’ এক ব্যতিক্রমী উদ্যোগ

‘মেঘলা’ অর্থাত্ সোলাঙ্কি রায় গেলেন কোথায়? কী করছেন তিনি এখন?

সম্প্রতি নিজের একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন সোলাঙ্কি। সেখানে দেখা যাচ্ছে ছোট করে চুল কেটেছেন অভিনেত্রী। আর তারপরই প্রচুর মানুষের কৌতূহল সামলাতে হচ্ছে তাঁকে। অনেকেই জানতে চাইছেন নতুন কোনও চরিত্রের জন্যই কি তাঁর এই মেকওভার? মুখ খুললেন সোলাঙ্কি স্বয়ং। তাঁর কথায়, ‘‘গত দু’বছর ধরে একই রকম চুলের স্টাইল ছিল আমার। ইচ্ছেনদীর শুটিং চলছিল। ফলে চুল কাটতে পারিনি। তাই এখন চুল কেটে ফেললাম। অনেকদিন ধরে শর্ট হেয়ারের ইচ্ছে ছিল। এখন তো আর কোনও বাধা নেই।’’

সোলাঙ্কির এই লুক নিয়েই ছিল কৌতূহল। ছবি: সোলাঙ্কির ফেসবুক পেজের সৌজন্যে।

তা হলে নতুন কোনও চরিত্রের জন্য এই মেকওভার নয়? সোলাঙ্কি শেয়ার করলেন, ‘‘একেবারেই নয়।’’ তিনি জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর হাতে নতুন কোনও প্রোজেক্ট নেই। বরং দীর্ঘ সাড়ে তিন বছর একটানা কাজ করার পর এ বার লম্বা ছুটি নিচ্ছেন অভিনেত্রী। আজই বেরিয়ে পড়ছেন লম্বা ট্রিপে। গন্তব্য নিউজিল্যান্ড। ব্যাগ গোছানোর ফাঁকে বললেন, ‘‘আমি একাই আজ রওনা হচ্ছি। নিউজিল্যান্ড যাব। ওখানে আমার বন্ধুরা আছে। ওদের সঙ্গেই আগামী কয়েক মাস বেড়ানোর প্ল্যান আমার।’’

ছুটি কাটিয়ে ফেরার পর আবার কাজে মন দেবেন সোলাঙ্কি। আপাতত চুটিয়ে ছুটি এনজয় করতে চান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE