Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ইরফানের প্রেরণা রিলকের কবিতা

সোশ্যাল মিডিয়ায় সে খবর জানানোর পরে মাঝে মাঝে নিজের মনের অবস্থার ছবিও তাঁর গুণমুগ্ধদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিনি। মঙ্গলবার যেমন ইরফান ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রাইনার মারিয়া রিলকের একটি কবিতা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ মার্চ ২০১৮ ০৩:১২
Share: Save:

লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছেন ইরফান খান। সেখানেই তাঁর বিরল রোগ, নিউরোএন্ডোক্রাইন টিউমারের চিকিৎসা চলছে। সোশ্যাল মিডিয়ায় সে খবর জানানোর পরে মাঝে মাঝে নিজের মনের অবস্থার ছবিও তাঁর গুণমুগ্ধদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিনি। মঙ্গলবার যেমন ইরফান ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রাইনার মারিয়া রিলকের একটি কবিতা।

সাদা ক্যানভাসে মুখাবয়বের একটি কালো ছায়া। তার সঙ্গে পোস্ট করা হয়েছে জার্মান ভাষার বিখ্যাত কবির এই কবিতাটি। যার ভাবানুবাদ করলে দাঁড়ায়—

আমাদের সৃষ্টি করতে করতেই ঈশ্বর কথা বলেন আমাদের প্রত্যেকের সঙ্গে। আমাদের সঙ্গে হাঁটতে হাঁটতে তিনি নিঃশব্দে রাতের অন্ধকারটুকু পার করিয়ে দেন। খুব মৃদু হয়ে আসে তাঁর কথাগুলো: তোমাকে যেখানে পাঠানো হল সেখান থেকে তুমি নিজে ফিরতে পারবে না। অতএব তোমার আকাঙ্ক্ষার ব্যাকুলতা তার সীমা স্পর্শ করুক। আমাকে ধারণ করো। জ্বলে ওঠো গনগনে শিখার মতো। তোমার ছায়া এত বৃহৎ হোক, যাতে আমি প্রবেশ করতে পারি। সুন্দর এবং ভয়ঙ্কর, সব রকমই ঘটুক তোমার সঙ্গে। তুমি শুধু চলতে থাকো। কোনও অনুভবই চূড়ান্ত নয়। আমাকে হারিয়ে ফেলো না কোনও মতেই। কাছেই সেই দেশ, যাকে ওরা বলে জীবন। তুমি এ বার তাকে তার পূর্ণ ঐকান্তিকতায় জানবে। তোমার হাতখানি আমায় দাও।# রাইনারমারিয়ারিলকে

সামনেই মুক্তি পাবে ইরফান অভিনীত ‘ব্ল্যাকমেল’। অভিনয় করার কথা বিশাল ভরদ্বাজের ‘সপনা দিদি’তে। সেখানে ইরফানের বিপরীতে দীপিকা পাড়ুকোনকে নেওয়া হয়েছিল। ইরফান সুস্থ হয়ে ফিরে না আসা পর্যন্ত সে ছবির কাজ স্থগিত রাখছেন বিশাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE