Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Entertainment News

‘শিনা কেমন ছিল, আমাকে দেখে তা বোঝা যাবে কি না আই অ্যাম নট সিওর’

আগামী শুক্রবার মুক্তি পাবে পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ছবি ‘ডার্ক চকোলেট’। বছরখানেক আগে শিনা বোরা হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। মেয়ে শিনাকে হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন মা ইন্দ্রাণী মুখোপাধ্যায়। সেই ঘটনাই নাড়ি দিয়েছিল পরিচালককে। শুরু হয় ছবির কাজ। মুক্তির দু’দিন আগে ছবির ‘শিনা’ রিয়া সেন তাঁর শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন। মুম্বই থেকে ইমেলে উত্তর দিলেন স্বরলিপি ভট্টাচার্যকে। আগামী শুক্রবার মুক্তি পাবে পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ছবি ‘ডার্ক চকোলেট’। বছরখানেক আগে শিনা বোরা হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। মেয়ে শিনাকে হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন মা ইন্দ্রাণী মুখোপাধ্যায়। সেই ঘটনাই নাড়ি দিয়েছিল পরিচালককে। শুরু হয় ছবির কাজ। মুক্তির দু’দিন আগে ছবির ‘শিনা’ রিয়া সেন তাঁর শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন। মুম্বই থেকে ইমেলে উত্তর দিলেন স্বরলিপি ভট্টাচার্যকে।

‘ডার্ক চকোলেট’-এর একটি দৃশ্যে রিয়া সেন।

‘ডার্ক চকোলেট’-এর একটি দৃশ্যে রিয়া সেন।

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৬ ১২:০৬
Share: Save:

আগামী ২ সেপ্টেম্বর থেকে আপনিই তা হলে শিনা বোরা?

এটা কেন বলছেন?

আসলে ‘ডার্ক চকোলেট’ তো খুব সেনসেটিভ একটা মার্ডার কেস নিয়ে গল্প…

তাতে কী?

সে জন্যই যাঁরা শিনাকে চিনতেন না, তাঁরা পর্দায় আপনাকে দেখেই হয়তো শিনা কেমন ছিলেন বুঝতে পারবেন।

দেখুন ‘ডার্ক চকোলেট’-এ আমার চরিত্র শিনা বোরা মার্ডার কেস থেকে ইন্সপায়ার্ড এটা ঠিক। কিন্তু শিনাকে জানার, চেনার বা ওর ওপর রিসার্চ করার কোনও সুযোগ হয়নি। ফলে মানুষ হিসেবে শিনা কেমন ছিল সেটা আমাকে দেখে বোঝা যাবে কি না আই অ্যাম নট সিওর।

আপনি কি শুধু স্ক্রিপ্ট ফলো করেছেন?

আমি শুধু ডিরেক্টরের ব্রিফ ফলো করতাম। আর যাতে চরিত্রের কনসিসটেন্সি বজায় থাকে সে দিকে খেয়াল রাখতাম।

কী ভাবে প্রিপারেশন নিয়েছিলেন?

আমি তো শুটের এক, দু’দিন আগে ডায়লগ পেতাম, কখনও শুটের জাস্ট আগেও পেয়েছি। ফলে আলাদা করে প্রিপারেশনের কোনও সময় পাইনি। বরং অনেকটাই ইনস্ট্যান্ট করতে হয়েছে।

অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে এটা আপনার প্রথম কাজ। শুটিংয়ের অভিজ্ঞতা কেমন?

খুব ভাল এক্সপিরিয়েন্স। বলা ভাল ক্লিনিক্যাল অভিজ্ঞতা হয়েছে আমার।

অনেক অভিনেতার সঙ্গেই তো আপনার প্রথম কাজ। কেমন লাগল?

খুব ভাল অভিজ্ঞতা আমার। বিশেষ করে সুদীপ মুখোপাধ্যায়ের কথা বলব। দারুণ অভিনেতা। সেটে নিজের অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করতেন।

আর আপনার অনস্ক্রিন মা মহিমা চৌধুরি?

মহিমাকে আমার দারুণ লাগে। ওর সঙ্গে কাজ করেও খুব ভাল লেগেছে।

ছবিতে কি আপনার ডবল রোল?

হ্যাঁ, আমি ইন্দ্রাণীর অল্প বয়সের চরিত্রও করেছি৷ দু’টো চরিত্র দু’রকম। কোনও প্রস্তুতিও ছিল না। তবে কাজটা এনজয় করেছি।

সুচিত্রা সেন, মুনমুন সেন, রাইমা সেন— এই ট্রায়াঙ্গেলে আপনার ট্যালেন্ট কি চাপা পড়ে গিয়েছে বলে মনে হয়?

একেবারেই নয়। আমি তো বলব, এই পরিবারে জন্মেছি বলে বরং অনেক সুবিধে হয়েছে।

অল দ্য বেস্ট।

থ্যাঙ্ক ইউ সো মাচ।

আরও পড়ুন, ‘আমার কোনও দুঃখ, খারাপ লাগা কিছুই নেই’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE