Advertisement
২৩ এপ্রিল ২০২৪

সূর্য-মানুষ কেসি পালকে নিয়ে এ বার সিনেমা?

রোজই বদলে যায় মুখোশের মুখ। চারপাশ। ভাঙে বিশ্বাস, প্রেম। কিন্তু ৪০ বছর একই জায়গায় দাঁড়িয়ে যে মানুষটা বলেছিলেন ‘সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে’ সেই কেসি পাল কেমন করে টিকে রইলেন অটল বিশ্বাসে? তাঁকে আবিষ্কার করার গল্পই বলবে ‘সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে’।

স্রবন্তী বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: ১৬ মে ২০১৭ ১২:৩০
Share: Save:

রোজই বদলে যায় মুখোশের মুখ। চারপাশ। ভাঙে বিশ্বাস, প্রেম। কিন্তু ৪০ বছর একই জায়গায় দাঁড়িয়ে যে মানুষটা বলেছিলেন ‘সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে’ সেই কেসি পাল কেমন করে টিকে রইলেন অটল বিশ্বাসে? তাঁকে আবিষ্কার করার গল্পই বলবে ‘সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে’। কেসি পালের জীবন প্রসঙ্গে এ ছবিতে এসেছে কানোড়িয়া জুট মিলের ইতিহাস যেখানে শ্রমিকরাই একদিন কারখানার দখল নেয়। এই ছবিতে সামাজিক ভাবে ব্যর্থ পরিচালকের ভূমিকায় চিরঞ্জিৎ চক্রবর্তী। অতীতের ‘আর্ম চেয়ার রেভলিউশন’-এর তেজ তাঁর জীবনে এখন প্রতি সন্ধের দু’পেগ হুইস্কিতে থেমেছে। ‘রঞ্জনা আমি আর আসব না’-র পরে পারমিতা মুন্সীর গল্পে আবার কবীর সুমন আর অঞ্জন দত্ত মুখোমুখি। ‘‘এটা আর পাঁচটা ছবির চেয়ে আলাদা। পারমিতা আর অরিজিৎ বিশ্বাস দু’জনেই ভাল কাজ করছে বুঝেই ছবিটা করতে রাজি হই,’’ বললেন অঞ্জন দত্ত। অন্য দিকে কবীর সুমন জানালেন, এই ছবিতে অরিজিৎ বিশ্বাসের জন্যই তিনি অভিনয় করছেন। ‘‘অ়ঞ্জন আমার প্রিয় মানুষ। ওর সঙ্গে কাজ করব ভেবেই খুব ভাল লাগছে।’’ সত্তর দশকের আইপিএস অফিসার ঝুনু সরকারের চরিত্রে অভিনয় করছেন তিনি। আর্ট ডিরেক্টর সুদীপ ভট্টাচার্য। একটি বিশেষ চরিত্রে আছেন পরান বন্দ্যোপাধ্যায়। পবন কানোরিয়া প্রযোজিত এই ছবি ইতিহাসের মোড়কে আজকের সমাজ ও রাজনীতির কথা তুলে ধরবে। এ বছর রুশ বিপ্লবের একশো বছর। সেই প্রেক্ষাপটও ছবিতে ধরা থাকছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anjan Dutt Kabir Suman Tollywood Bengali Movie
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE