Advertisement
১৯ মার্চ ২০২৪
Entertainment News

কলকাতা ছাড়লেন রাজ-শুভশ্রী, তবে কি হনিমুন?

দুই তারকাই বৃহস্পতিবার কলকাতা ছাড়লেন। বিমান কর্তৃপক্ষের তরফে তাঁদের অভিনব কায়দায় শুভেচ্ছা জানানো হয়েছে। কার্ড, কেক, চকোলেট দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে ইন্ডাস্ট্রির নয়া কাপলকে। তাতে বেজায় খুশি তাঁরা। ইনস্টাগ্রামে সেই ছবি এবং ভিডিও শেয়ার করে পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।

দম্পতি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

দম্পতি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ মে ২০১৮ ১৭:৫৩
Share: Save:

সদ্য বিয়ে করেছেন রাজ-শুভশ্রী। বিয়ের পর কি হনিমুন? নাকি দ্রুত কাজে ফিরবেন তারকারা, তা নিয়ে জল্পনা ছিল টলি পাড়ায়। জুটির সোশ্যাল পোস্ট সেই জল্পনা বাড়িয়ে দিল আরও কয়েক গুণ।

দুই তারকাই বৃহস্পতিবার কলকাতা ছাড়লেন। বিমান কর্তৃপক্ষের তরফে তাঁদের অভিনব কায়দায় শুভেচ্ছা জানানো হয়েছে। কার্ড, কেক, চকোলেট দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে ইন্ডাস্ট্রির নয়া কাপলকে। তাতে বেজায় খুশি তাঁরা। ইনস্টাগ্রামে সেই ছবি এবং ভিডিও শেয়ার করে পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।

কিন্তু অনুরাগীদের প্রশ্ন, কলকাতা ছেড়ে কোথায় গেলেন রাজ-শুভশ্রী? হনিমুন নাকি ছবির শুটিং?

আরও পড়ুন, রাজ-শুভশ্রীর বিয়েতে বিশেষ কেউ কেউ গেলেন না কেন?

এমনিতেই বিয়ের পর রাজের পরবর্তী ছবি কাটমুন্ডুর সিকুয়েল শুরু করার কথা ছিল। কিন্তু একের পর এক অভিনেতারা সরে যাওয়ায় সে ছবি নিয়ে সমস্যা দেখা দেয়।‘কাটমুণ্ডু টু কম্বোডিয়া’য় কাজ করার কথা ছিল যিশু সেনগুপ্ত সোহম চক্রবর্তী এবং রুদ্রনীল ঘোষের। নায়িকা শুভশ্রী এবং তনুশ্রী। প্রথমে পিছু হটেন যিশু। এই মুহূর্তে তাঁর হাতে প্রচুর ছবি। তার উপরে যিশুর নাকি গল্প পছন্দ হয়নি। যিশুর আগে এই চরিত্রটা করার কথা ছিল আবির চট্টোপাধ্যায়ের। যিনি প্রথম ছবিতে ছিলেন। চরিত্র এবং গল্প পছন্দ না হওয়ার জন্যই আবির ‘কাটমুণ্ডু’র সিকুয়েলে কাজ করতে চাননি। এ বার যিশু নিজেকে সরিয়ে নিলেন। ❤️ (_)

❤️

(_)

এমনিতেই বিয়ের পর রাজের পরবর্তী ছবি কাটমুন্ডুর সিকুয়েল শুরু করার কথা ছিল। কিন্তু একের পর এক অভিনেতারা সরে যাওয়ায় সে ছবি নিয়ে সমস্যা দেখা দেয়।‘কাটমুণ্ডু টু কম্বোডিয়া’য় কাজ করার কথা ছিল যিশু সেনগুপ্ত সোহম চক্রবর্তী এবং রুদ্রনীল ঘোষের। নায়িকা শুভশ্রী এবং তনুশ্রী। প্রথমে পিছু হটেন যিশু। এই মুহূর্তে তাঁর হাতে প্রচুর ছবি। তার উপরে যিশুর নাকি গল্প পছন্দ হয়নি। যিশুর আগে এই চরিত্রটা করার কথা ছিল আবির চট্টোপাধ্যায়ের। যিনি প্রথম ছবিতে ছিলেন। চরিত্র এবং গল্প পছন্দ না হওয়ার জন্যই আবির ‘কাটমুণ্ডু’র সিকুয়েলে কাজ করতে চাননি। এ বার যিশু নিজেকে সরিয়ে নিলেন। ❤️

এ পর্যন্ত ঠিকই ছিল। নির্মাতারা অন্য ভাবে গল্পটা ভাবছিলেন। কিন্তু সোহমও পিছু হটে যাওয়ায় রাজের প্রজেক্ট আপাতত স্থগিত।কিন্তু সোহম কেন করছেন না? শোনা যাচ্ছে তাঁর চরিত্র পছন্দ হয়নি। গল্পে রুদ্রনীলের চরিত্রটাই সবচেয়ে জোরালো। আর সেটাই নাপসন্দ বাকি অভিনেতাদের। তবে মুখে স্পষ্ট করে কেউ সে কথা বলছেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE