দৃষ্টি নেই ঠিকই। কিন্তু রয়েছে প্রখর অন্তর্দৃষ্টি। আর সেই দৃষ্টি দিয়েই রঙে-রেখায় গল্প আঁকেন। সৃষ্টির জন্য শিল্পীর মানসচক্ষুই শেষ কথা। এক বিখ্যাত অন্ধ চিত্রকর বিজন বসু সেই মানসচক্ষুর সাহায্যেই তৈরি করেন তাঁর শিল্প। তাঁকে পেন্টিংয়ে সাহায্য করে তিথি। ঠিক এ ভাবেই বিজন ও তিথি ওরফে ধৃতিমান চট্টোপাধ্যায় এবং অর্পিতা চট্টোপাধ্যায়কে দেখলেন দর্শক। সৌজন্য পরিচালক শৈবাল মিত্রের ‘চিত্রকর’। গত ২৪ নভেম্বর নন্দনে প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা।
আরও পড়ুন, মুভি রিভিউ: ‘চিত্রকর’
শৈবাল শেয়ার করলেন, ‘‘দুই প্রখ্যাত শিল্পী ভারতের বিনোদবিহারী মুখোপাধ্যায় ও আমেরিকার মার্ক রথকো-র জীবনের দু’টি ছোট ঘটনা নিয়ে গল্প লিখেছি। শিল্পের বিভিন্ন মাধ্যম যেমন ছবি আঁকা হোক বা নাটক— যাঁরা যুক্ত সকলেই আইডেনটিফাই করতে পারবেন।’’