Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Entertainment News

কাস্টিং কাউচের শিকার এই অভিনেতা!

সম্প্রতি একটি চ্যাট শো-এ গিয়ে ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ সম্পর্কে খোলাখুলি নিজের মত প্রকাশ করেছেন আয়ুষ্মান। তিনি নিজেও যে এর শিকার, জানিয়েছেন সে কথাও।

আয়ুষ্মান খুরানা। ছবি: আয়ুষ্মানের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

আয়ুষ্মান খুরানা। ছবি: আয়ুষ্মানের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১১:৫৮
Share: Save:

কাস্টিং কাউচ। ফিল্ম ইন্ডাস্ট্রির খুবই পরিচিত শব্দ। কিন্তু শুধু মহিলারাই নন, এর শিকার হতে হয় পুরুষদেরও। সেই অন্ধকার দিকের কথা এ বার প্রকাশ্যে আনলেন বলি অভিনেতা আয়ুষ্মান খুরানা।

সম্প্রতি একটি চ্যাট শো-এ গিয়ে ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ সম্পর্কে খোলাখুলি নিজের মত প্রকাশ করেছেন আয়ুষ্মান। তিনি নিজেও যে এর শিকার, জানিয়েছেন সে কথাও।

আয়ুষ্মানের কথায়, ‘এক সমকামী কাস্টিং ডিরেক্টর ছিলেন। তিনি বলেছিলেন, আমি তোমার যৌনাঙ্গ দেখতে চাই, অনুভব করতে চাই। আমি তো শুনে হাসতে শুরু করেছিলাম। বলেছিলাম, কী বলছ তুমি জান? তুমি কি সিরিয়াস?’

আয়ুষ্মানের মতে, এ হেন ঘটনা কম-বেশি সকলকেই হয়তো মোকাবিলা করতে হয়। কিন্তু সোজাসুজি এর জবাব দেওয়া উচিত বলে মনে করেন তিনি। এর আগে টিভিতে অ্যাঙ্কারিং করার সময়ও নাকি তাঁর কাছে এ বহেন প্রস্তাব এসেছিল। তবে এ হেন ঘটনা পরে আর কখনও নাকি সামলাতে হয়নি আয়ুষ্মানকে।

আরও পড়ুন, কে তিনি, যাঁর উদ্দেশে সুস্মিতা লিখলেন ‘দুগ্গা দুগ্গা...’

শ্রীরাম রাঘবনের পরিচালনায় ‘অন্ধাধুন’ আয়ুষ্মানের পরের সিনেমা। সেখানে রাধিকা আপ্টে, তব্বুর মতো অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।

“Galtiyaan saari baksh de gar baksh sakey. Daulat Shohrat bhi utni de jo pach sakey. Le le waapas kuch haisiyat se zyada diya ho gar tooney. Bas dhyaan rahe kabhi kirdaar pe daag na lagey.” -Ayushmann (Styled by @ishabhansali)

A post shared by Ayushmann Khurrana (@ayushmannk) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ayushmann Khurrana Bollywood Celebrities
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE