দুই সন্ত্রাসবাদীকে পর্দায় দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সিনেপ্রেমীদের। কারণ ‘বঙ্গিস্তান’-এর মুক্তির তারিখ পিছিয়ে যাচ্ছে। ৩১ তারিখ মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। ছবিতে দুই ‘সন্ত্রাসবাদী’র অন্যতম রীতেশ দেশমুখ টুইটারে জানিয়েছেন,‘বঙ্গিস্তান’-এর মুক্তির তারিখ পিছিয়ে ৭ অগস্ট হয়েছে। কর্ণ অংশুমানের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন রীতেশ দেশমুখ, পুলকিত সম্রাট, জ্যাকলিন ফার্নান্ডেজ, চন্দন রায় সান্যাল প্রমুখ। ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানির প্রযোজনায় এ ছবিতে সুরারোপ করেছেন রাম সম্পত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy