Advertisement
১৮ এপ্রিল ২০২৪

সাগর পাড়ে বাংলা ছবি

কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিল অনিকেত চট্টোপাধ্যায়ের ‘শঙ্কর মুদি’। ১৭ মে থেকে শুরু হচ্ছে এই চলচ্চিত্র উৎসব। ছবিটি দেখানো হবে ২২ মে। তবে অফিশিয়াল সিলেকশন নয়, মার্কেট প্রিমিয়ার হচ্ছে ছবিটির।

‘শঙ্কর মুদি’র একটি দৃশ্যে

‘শঙ্কর মুদি’র একটি দৃশ্যে

শেষ আপডেট: ০৮ মে ২০১৭ ০০:৪১
Share: Save:

কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিল অনিকেত চট্টোপাধ্যায়ের ‘শঙ্কর মুদি’। ১৭ মে থেকে শুরু হচ্ছে এই চলচ্চিত্র উৎসব। ছবিটি দেখানো হবে ২২ মে। তবে অফিশিয়াল সিলেকশন নয়, মার্কেট প্রিমিয়ার হচ্ছে ছবিটির।

উৎসব কর্তৃপক্ষের কাছ থেকে ফর্ম্যাল চিঠি এসে গিয়েছে বলে জানালেন ছবির প্রযোজক কৌস্তুভ রায়। ‘শঙ্কর মুদি’তে নামভূমিকায় রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রুদ্রনীল ঘোষ, প্রিয়ঙ্কা সরকার, শ্রীলা মজুমদার প্রমুখ।

কনজিউমারিজম কীভাবে ছোট ছোট ব্যবসায়ীকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, সেই বিষয়ের উপর ভিত্তি করে একটা মানবিক গল্প বলেছেন অনিকেত। দেখিয়েছেন শপিং মলের প্রভাবে কেমন করে পাড়ার মুদি দোকানগুলো কোণঠাসা হয়ে পড়ছে। যেটা নেহাতই মুদি দোকান নয়, পাড়ার সকলের সুখ-দুঃখের গল্প করার একটা আস্তানাও বটে।

চূড়ান্ত বাঙালিয়ানা মোড়া একটা গল্প কানের উৎসব কমিটিকে আকর্ষণ করল কীভাবে? ‘‘কারও সমালোচনা করছি না, কিন্তু এখানকার অনেক ছবিতে বিদেশি বিষয়ের প্রভাব দেখতে পাই। গাছের সঙ্গে প্রেম, মৃতদেহের সঙ্গে প্রেম। ‘শঙ্কর মুদি’ একেবারে আমাদের মাটির গল্প বলে। ভারতকে রিপ্রেজেন্ট করছে ছবিটা। উৎসব কমিটি এ বার ভারতে ফোকাস করেছে। তাই হয়তো ছবিটা ওদের প্রাসঙ্গিক মনে হয়েছে,’’ বললেন কৌস্তুভ।

কানে বাংলা ছবির অফিশিয়াল স্ক্রিনিং তো দূর অস্ত। মার্কেট প্রিমিয়ারেও খুব কম ফিচার ফিল্ম সুযোগ পায়। যদিও অনিকেত বলছেন, ‘‘কান নয়, আমাদের এখানকার দর্শকের মতামতই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছবিটা এখানে রিলিজ করলে বেশি খুশি হব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shankar Mudi Bengali movie Cannes Film Festival
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE