Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Entertainment News

ভাইফোঁটার মতো বোনফোঁটাও হবে না কেন?

কেউ বা ভাইদের জন্য বছরে শুধু এক দিনের এই টিপ পরা চালিয়ে যাওয়ার পক্ষপাতী। আদতে তাঁদের কাছে এ হল মঙ্গলকামনার উত্সব। সত্যিই কি তাই? আপনার কী মত? আপনিও কি মনে করেন ভাইফোঁটার মতো বোনফোঁটাও হওয়া জরুরি? জানান আমাদের।

ভাইফোঁটার মতো বোনফোঁটা?

ভাইফোঁটার মতো বোনফোঁটা?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৭ ১১:২৩
Share: Save:

‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা…’— মুখস্থ আছে তো মন্ত্রটা? না থাকলে ঝালিয়ে নিন একবার। কারণ এসে গেল বছরের সেই বিশেষ দিনটা। বছরের পর বছর ধরে ভাইয়ের মঙ্গলকামনায় বোনের ফোঁটা দেওয়ার উত্সব। ভাইফোঁটা।

আরও পড়ুন, দেওয়ালি পার্টি কেমন জমালেন শ্রীদেবীরা?

আরও পড়ুন, সুদীপ্তা ও বিদীপ্তার দীপাবলির মেসেজ

কিন্তু এই উত্সব কি একপেশে? প্রশ্নটা অনেক দিন ধরেই উঠছে। প্রশ্ন উঠেছে, যদি ভাইফোঁটা হয়, তবে বোনফোঁটা নয় কেন? বোনফোঁটা চালু হলে কেমন হয় বলুন তো? এ প্রশ্ন নিয়েই আমরা হাজির হয়েছিলাম সেলেবদের দরবারে। কারও কাছে এটা দারুণ কনসেপ্ট। কেউ খোলা মনে স্বাগত জানিয়েছেন। কেউ গিফটের হিসেব করেছেন। কেউ বা ভাইদের জন্য বছরে শুধু এক দিনের এই টিপ পরা চালিয়ে যাওয়ার পক্ষপাতী। আদতে তাঁদের কাছে এ হল মঙ্গলকামনার উত্সব।

আসলে আমরা সমানাধিকারের জন্য গলা ফাটাই। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করি। নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলি। কিন্তু বাস্তবটা বোধহয় এখনও আলাদা। মেয়েদের সেই মর্যাদা কি আদৌ দেয় সমাজ? পালা-পার্বণে-প্রথায় আজও সেই কষ্টভোগের পালা যেন মেয়েদেরই।

সত্যিই কি তাই? আপনার কী মত? আপনিও কি মনে করেন ভাইফোঁটার মতো বোনফোঁটাও হওয়া জরুরি? জানান আমাদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE