ভবানীপুরের চট্টোপাধ্যায় পরিবারের প্রতিটি অনুষ্ঠানে আমন্ত্রণ পান ভাস্বর চট্টোপাধ্যায়। নিয়মিত হয়তো কথা হয় না। দেখাও নয়। তবু যে দিন মুখোমুখি বসেন, নিজেকে উজাড় করে দেন নবমিতা চট্টোপাধ্যায়ের কাছে। তিনি উত্তমকুমারের নাতজামাই! হলেনই বা ‘প্রাক্তন’! আইনি পথে হেঁটে বিচ্ছিন্ন না হলে বৃহস্পতিবার তাঁরা অষ্টম বিবাহবার্ষিকী পালন করতেন। যদিও তা হয়নি। তাতে কী? বন্ধুত্বের দাবিতে একে অন্যকে তো শুভেচ্ছা জানানোই যায়! সেই ভাবনা থেকেই বৃহস্পতিবার সন্ধ্যায় একটি পোস্ট দিয়েছেন ভাস্বর। পোস্টে এক ফ্রেমে ধরা দিয়েছে অতীত দাম্পত্য। সঙ্গে বক্তব্য, ‘বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে আজ আমাদের দিন শুরু। সব ঠিক থাকলে এটা আমাদের অষ্টম বিবাহবার্ষিকী হত। কিন্তু ঈশ্বরের অন্য ইচ্ছে....যাই হোক। সুস্থ থেকো। ভাল থেকো।’
হঠাৎ এ রকম পোস্ট দিলেন কেন ভাস্বর? শ্যুটের ফাঁকে আনন্দবাজার অনলাইনকে ‘কাঞ্চি’ ধারাবাহিকের অভিনেতা বললেন, ‘‘ভাঙনকালে ইচ্ছে হল, গড়ার কথা বলি। বলি, কলমের এক আঁচড়ে সব শেষ হয়ে যায় না। সব ফুরোবার নয়। বিচ্ছেদ মানেই কাদা ছোড়াছুড়ি নয়। একে অন্যের প্রতি অভিযোগের পাহাড় চাপিয়ে দেওয়াও নয়। বিয়ে ভাঙলেও বন্ধু হওয়া যায়। টলিউড এবং সমাজে এই বার্তা দিতেই এই পোস্ট। এর জন্য ফেসবুকের থেকে ভাল মাধ্যম আর কী হতে পারে!’’