Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Dengue

ডেঙ্গিতে আক্রান্ত ‘সব ভুতুড়ে’র অভিনেত্রী ইদা

শনিবার ইদার মা, অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী জানান, দিন তিনেক আগে ইদার শরীরের তাপমাত্রা বাড়তে শুরু করে। মাঝেমধ্যে জ্ঞান হারিয়ে ফেলছিল সে। বৃহস্পতিবার যোধপুর পার্কের এক বেসরকারি হাসপাতালে বছর ছয়েকের ইদাকে ভর্তি করা হয়।

ইদা দাশগুপ্ত

ইদা দাশগুপ্ত

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৭ ০১:৩২
Share: Save:

এ বার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে শিশু অভিনেত্রী ইদা দাশগুপ্ত।

শনিবার ইদার মা, অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী জানান, দিন তিনেক আগে ইদার শরীরের তাপমাত্রা বাড়তে শুরু করে। মাঝেমধ্যে জ্ঞান হারিয়ে ফেলছিল সে। বৃহস্পতিবার যোধপুর পার্কের এক বেসরকারি হাসপাতালে বছর ছয়েকের ইদাকে ভর্তি করা হয়। চিকিৎসকেরা রক্তের নমুনা পরীক্ষা করে জানান, ইদার ডেঙ্গি হয়েছে। এ দিন হাসপাতালের তরফে জানানো হয়, আপাতত ইদার অবস্থা স্থিতিশীল। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শহর জুড়ে বাড়ছে ডেঙ্গির আতঙ্ক। দমদম থেকে নাকতলা, কসবা থেকে শোভাবাজার— ডেঙ্গি সংক্রমণের জেরে ভুগছেন বিভিন্ন বয়সের মানুষ। সেই তালিকায় আর এক সংযোজন সম্প্রতি মুক্তি পাওয়া বাংলা ছবি ‘সব ভুতুড়ে’র অভিনেত্রী ইদা। কলকাতা পুরসভার অবশ্য দাবি, ডেঙ্গি রুখতে বছরভর পুরকর্মীরা কাজ চালিয়ে গিয়েছেন। তাই প্রশ্ন উঠেছে, তা হলে এত মানুষের ডেঙ্গি হচ্ছে কেন? পুরকর্তারা প্রত্যাশিত ভাবেই ডেঙ্গির এই দাপট মানতে রাজি নন। তাঁদের দাবি, সাধারণ জ্বর হলেও শহরবাসী আতঙ্কের জেরে ডেঙ্গি বলে ভাবছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE