Advertisement
২৫ এপ্রিল ২০২৪
alia bhatt

খোলা চিঠিতে আবেগপ্রবণ আলিয়া লিখলেন…

খোলা চিঠি লিখলেন আলিয়া। শেয়ার করলেন আবেগপ্রবণ মুহূর্তের কথা। কাকে লিখলেন এই সব কথা?

আলিয়া ভট্ট। ফাইল ছবি।

আলিয়া ভট্ট। ফাইল ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৮ ০৮:১২
Share: Save:

খোলা চিঠি লিখলেন আলিয়া। শেয়ার করলেন আবেগপ্রবণ মুহূর্তের কথা। কাকে লিখলেন এই সব কথা?

‘ওয়ার্ল্ড মেন্টাল হেল্থ ডে’-তে আলিয়ার দিদি শাহিন ভট্টের প্রথম উপন্যাস প্রকাশিত হয়েছে। ‘নেভার বিন (আন)হ্যাপিয়ার’ বইতে শাহিন লিখেছেন নিজের অবসাদগ্রস্ততার কথা। দিদির বই পড়ে আলিয়া লিখলেন এই খোলা চিঠি। নিজে পড়লেনও সেটি। আবেগঘন সেই ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

ভিডিয়োটিতে দেখা গিয়েছে, নাচ করছেন শাহিন। অসম্ভব হাসিখুশি দেখাচ্ছে তাঁকে।

মা ও দিদির সঙ্গে আলিয়া। ফাইল ছবি।

তাঁকে। আলিয়া বলছেন, শাহিনের মুখ থেকে এক সময় সেই হাসি মিলিয়ে গিয়েছিল। সেই সময়ে সম্পূর্ণ ভাবে দিদির পাশে থাকতে পারেননি বলে ক্ষমাও চেয়েছেন তিনি। বললেন, পরিবারের প্রত্যেকেই শাহিনকে অসম্ভব ভালবাসেন।

দেখুন আলিয়ার খোলা চিঠির সেই ভিডিয়ো

আলিয়া বলেন, শাহিনের এই বইটি নিয়ে রীতিমতো গর্ব হচ্ছে তাঁর। এই চিঠি লিখতে আলিয়াকে রীতিমতো ‘স্ট্রাগল’ করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। লেখেন, ২৫ বছর এক সঙ্গে থাকার পরেও শাহিনের কিছু সময় নীরব হয়ে থাকার মানে বুঝতে পারিনি।

আরও পড়ুন: মিটু বিতর্কের জের, চুমু ও ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ইমরান বললেন...​

বাড়ির সবাই মিলে যখন বাইরে কোথাও খেতে যাওয়া হত, শাহিন একা থাকতে চাইলে আলিয়া ভাবতেন, বাড়িতেই হয়তো টিভি দেখতে বালাবসেন শাহিন। দিদির বই পড়েই ‘বেসিক হিউম্যান লেভেল’টা আসলে বুঝতে পেরেছেন বলে জানিয়েছেন ‘ব্রহ্মাস্ত্র’ নায়িকা। জীবন নিয়ে অনেকটা অন্যরকম বোধ তৈরি হয়েছে তাঁর।

এই মেয়েটিই এখন নতুন ইন্টারনেট সেনসেশন, এঁর একটা অন্য পরিচয়ও আছে...​

‘ভোগ’ পত্রিকায় প্রথম শাহিন তাঁর জীবনের অবসাদগ্রস্ত দিনগুলোর কথা শেয়ার করেছিলেন।

রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা - বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE