২২ জুন পারফর্ম করছে ব্যান্ড ‘ক্যাকটাস’
ইংল্যান্ড এবং আমেরিকায় বেশ কয়েক বার পারফর্ম করে থাকলেও দুবাইয়ে এই প্রথম শো হতে চলেছে ‘ক্যাকটাস’-এর। আগামিকাল, ২২ জুন পারফর্ম করছে ব্যান্ড ‘ক্যাকটাস’। আবু ধাবি, মাসকাট থেকেও ভক্তরা টিকিট কেটে রেখেছেন শোয়ের।
উদ্যোক্তারা শোয়ের নাম দিয়েছেন ‘ডেজ়ার্ট স্টর্ম’। তবে ‘ক্যাকটাস’ বলছে, এ বার ‘মরুভূমিতে ক্যাকটাস’। ব্যান্ডের পারকাশনিস্ট শিবাজি ওরফে বাজি বলছিলেন, ‘‘ক্যাকটাসকে মরুভূমিতেই মানায়। আর সেটাই এ বার ঘটতে চলেছে দুবাইয়ে। আমাদের সঙ্গে উদ্যোক্তাদের পরিচয় হয় ‘ঈশান’-এর মাধ্যমে।
গত বছর ‘ক্যাকটাস’-এর ২৫তম জন্মদিনে ওরা আমাদের শো দেখেও গিয়েছে। তখনই পারফরম্যান্সের আমন্ত্রণ পাই।’’ নতুন লাইন-আপে মরুদেশে ক্যাকটাসে ফুল ফুটুক, ব্যান্ডপ্রেমী বাঙালির সেটাই প্রত্যাশা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy