Advertisement
০১ ডিসেম্বর ২০২৩
Entertainment News

সুহানার এই ব্যান্ডেজ ড্রেসের দাম শুনলে চোখ কপালে উঠবে

মা গৌরী খানের নতুন হোটেলের উদ্বোধনে সমস্ত ফ্ল্যাশলাইট ছিল তাঁকে ঘিরেই। বেশির ভাগ সময় বাবা শাহরুখের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে অষ্টাদশী সুহানাকে।

ছবি: মায়ের নতুন হোটেলের উদ্বোধনে বাবার সঙ্গে হোস্টের ভূমিকায় সুহানা। ফেসবুকের সৌজন্যে।

ছবি: মায়ের নতুন হোটেলের উদ্বোধনে বাবার সঙ্গে হোস্টের ভূমিকায় সুহানা। ফেসবুকের সৌজন্যে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ জুন ২০১৭ ১৭:২৯
Share: Save:

ভাইব্র্যান্ট কমলা শর্ট ব্যান্ডেজ ড্রেস। তাতেই বি-টাউনের তাবড় তাবড় তারকাদের গুনে গুনে ১০ গোল দিয়েছেন শাহরুখ-কন্যা সুহানা খান। মা গৌরী খানের নতুন হোটেলের উদ্বোধনে সমস্ত ফ্ল্যাশলাইট ছিল তাঁকে ঘিরেই। বেশির ভাগ সময় বাবা শাহরুখের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে অষ্টাদশী সুহানাকে।

কিন্তু জানেন কি, যে পোশাকে হঠাৎই এমন লাইম লাইটে এলেন সুহানা, সেই পোশাকের দাম কত? জানা যাচ্ছে, নজরকাড়া এই পোশাকটির দাম ৬০ হাজার টাকা। মা গৌরী খানই পোশাকটির ডিজাইনের দায়িত্বে ছিলেন। কমলা বডি হাগিং ড্রেসের সঙ্গে মিলিয়ে সুহানার পায়ে ছিল মাস্টার্ড রঙের হাই হিল। লম্বা খোলা চুলে হাল্কা কার্ল আর ন্যুড মেকআপই ছিল এ দিন তাঁর এ দিনের সাজের ইউএসপি।

আরও পড়ুন: নতুন ফ্যাশন ডিভা শাহরুখ কন্যা সুহানা

গৌরীর সেই রেস্তোরাঁ। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে

গত রবিবার মুম্বইয়ের বান্দ্রা এলাকায় উদ্বোধন হয়েছে গৌরী খানের আর্থ লাউঞ্জ বারের। হোটেলটির ইন্টেরিয়রের দায়িত্বে ছিলেন গৌরী স্বয়ং। উদ্বোধন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল একটি বড়সড় পার্টির। ফারহা খান থেকে আলিয়া ভট্ট, জ্যাকলিন ফার্নান্ডেজ থেকে সোনম কপূর— অনেকেই উপস্থিত ছিলেন সেখানে। বাবা শাহরুখের সঙ্গে থেকে সে দিন পারফেক্ট হোস্টের দায়িত্ব পালন করেছেন সুহানা। কিন্তু সে সমস্ত ভূমিকা ছাড়িয়ে বারবারই সকলের নজর আটকেছিল সুহানার ৬০ হাজারি ব্যান্ডেজ ড্রেসে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE