তিনি সিনে দুনিয়ার প্রথম সারির সেলেব। ফলে তাঁকে নিয়ে গুজব রটবে, এ তো স্বাভাবিক। তিনি শাহরুখ খান। তাঁকে নিয়ে একাধিকবার গুজব রটেছে। সে সব দক্ষ হাতে সামলেছেন কিঙ্গ খান। জন্মদিনে দেখে নেওয়া যাক শাহরুখের জীবনের এমন কিছু গুজব, যা তিনি স্ট্রেট ব্যাটে উড়িয়ে দিয়েছেন।
আরও পড়ুন, শাহরুখের নাম ‘রাহুল’! কেন জানেন?
শাহরুখের লভ লাইফ
বলিউডে তাঁকে ‘কিঙ্গ অব রোম্যান্স’ তকমা দেওয়া হয়। তিনি নিজে বলেন, স্ত্রী গৌরী ছাড়া আর কারও সঙ্গে কখনও সম্পর্কে জড়াননি। তবে, বলি মহলে শাহরুখ এবং জুহি চাওলার সম্পর্ক নিয়ে নব্বইয়ের দশকে গসিপ চালু ছিল। এমনকী, প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গেও তাঁর সম্পর্ক নিয়েও জল্পনা শুরু হয়।