Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৩ জানুয়ারি ২০২২ ই-পেপার

বিনোদন

বার্থডে স্পেশ্যাল: এক বার রজনীকান্ত স্কুলে যাননি, সেই দিনটিই এখন ‘রবিবার’!

নিজস্ব প্রতিবেদন
১২ ডিসেম্বর ২০১৭ ১৩:২৬
তামিল ছবির সুপারস্টার। ‘থালাইভা’ রজনীকান্ত মঙ্গলবার ৬৭ বছরে পা দিলেন। তাঁর স্টাইল নিয়ে ওয়েব দুনিয়ায় নানা জোকস প্রচলিত। গ্যালারির পাতায় এক ঝলকে সেরা দশ রজনীকান্ত জোকস।

আসল নাম শিবাজি রাও গায়কোয়াড়। জনপ্রিয় রজনীকান্ত নামে।
Advertisement
বেঙ্গালুরু ট্রান্সপোর্ট সার্ভিসে বাস কন্ডাক্টর হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন রজনীকান্ত।

অভিনয়ের প্রতি ভালবাসার টানে মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে যোগ দিয়েছিলেন।
Advertisement
২০০৭-এ ‘শিবাজি’ ছবি করে ২৬ কোটি টাকা আয় করেছিলেন রজনীকান্ত। সেই সময় জ্যাকি চ্যাঙের পরই এশিয়ার সবচেয়ে ধনী তারকা ছিলেন তিনি।

অভিনয়ের সঙ্গে প্রযোজক এবং স্ক্রিনরাইটার হিসেবেও কাজ করেছেন রজনীকান্ত।

২০০০ সালে ‘পদ্মভূষণ’ এবং ২০১৬-তে ‘পদ্মবিভূষণ’-এ সম্মানিত হন তামিল ছবির এই সুপারস্টার।

ছোটবেলা থেকে ক্রিকেট, ফুটবল এবং বাস্কেটবলের প্রতি আকর্ষণ রয়েছে রজনীকান্তের।

রজনীকান্তের মা একজন গৃহবধূ এবং বাবা একজন পুলিশ কর্মী ছিলেন। রজনীরা চার ভাই-বোন।

১৯৭৫-এ ‘অপূর্ব রাগনগল’ তামিল ছবিতে অভিনয় জগতে হাতেখড়ি রজনীকান্তের।

১৯৮১ সালে লতা রঙ্গাচারির সঙ্গে বিয়ে করেন রজনীকান্ত। তাঁদের দুই মেয়ে ঐশ্বর্য রজনীকান্ত এবং সৌন্দর্য রজনীকান্ত।