আজ তিনি বার্থ ডে বয়। তিনি অর্থাৎ শাহরুখ খান। শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে তাঁর সোশ্যাল ওয়াল। কারও কাছে তিনি ‘রাহুল’, কারও কাছে ‘রাজ’। না! এগুলো তাঁর ডাক নাম নয়। তবে ফিল্ম বিশেষজ্ঞরা বলেন, কেরিয়ারে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বার এই দু’টি নামেই শাহরুখের চরিত্রের নামকরণ হয়েছে। জন্মদিনে দেখে নেওয়া যাক শাহরুখের কোন কোন ছবিতে ‘রাহুল’ নাম হয়েছিল।
আরও পড়ুন, শাহরুখকে নিয়ে এ সব গুজবও রটেছিল!
ডর (১৯৯৩)
এই ছবিতে শাহরুখের নাম হয়েছিল রাহুল মেহেরা। জুহি চাওলার সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি।