আর এখন তো এসভিএফ-এর সঙ্গে ঝামেলা মিটিয়েই নিয়েছেন?
দেব: পুজোতে হয়তো আবার ঝগড়া হবে। যখন ওরা ছবি নিয়ে আসবে, আমিও ছবি নিয়ে আসব, আবার ঝামেলা হবে। কিন্তু বুদ্ধিমান লোকেরা জানে ঝগড়া কতটা নিয়ে যেতে হয়। ইন্ডাস্ট্রির ক্ষতি করে তো ঝগড়া করে লাভ নেই।
‘ককপিট’-এর থেকে ‘আমাজন অভিযান’ বেশি হিট করলে প্রযোজক দেবের ভাল লাগবে নাকি খারাপ?
দেব: অফকোর্স ভাল লাগবে। দেখুন, খুব ছোট্ট পৃথিবী। আমি তো সেলফিশ নই। হয়তো যেটার জন্য আমি লড়ছি সেটা পাওয়ার আগেই চলে গেলাম। আর এর আগে ‘চ্যাম্প’ আর ‘ককপিট’ হিট না হলে কি ‘আমাজন অভিযান’ এই অ্যাক্সেপট্যান্স পেত?
এত দিনের কেরিয়ারে কী শিখলেন?
দেব: সেলফ গ্রুমিং। দেখুন, আজ কোনও নিউ কামার বম্বেতে এসে শাহরুখ খান হতে চায়। শাহরুখ হতে চেয়েছিল দিলীপকুমার।
আর দেব কী হতে চেয়েছিলেন?
দেব: দেব সুপারস্টার হতে চেয়েছিল। আর টলিউডে তো উত্তমকুমার রোল মডেল। ওঁর হাসি ভাল, হাঁটা ভাল…
আরও পড়ুন, ঘুরে দাঁড়ানোর উড়ান ধরলেন দেব
দেব কখনও উত্তমকুমার হতে চাননি?
দেব: না। তার কারণ আমার সেই যোগ্যতাই নেই। ভাল করে বাংলাই বলতে পারতাম না, উত্তমকুমার কী করে হব! আমি কখনও ভুলব না, প্রথম ছবির অডিশন দিতে গিয়ে আমাকে বলা হয়েছিল, ও! তোমার জন্য তো আরও ২০০ টাকা বেশি খরচ করতে হবে। আবার হিন্দিতে লিখতে হবে। আমি ভেবেছিলাম, এত বড় অপমান! বাট ইট ওয়াজ গুড। ওটা হয়েছিল বলেই আজ আমি এখানে আছি। তখন বাংলা টিচার রাখলাম। এক সপ্তাহের মধ্যে বাংলা শিখে ওই প্রোডিউসারকে বলেছিলাম, আমি বাংলা পড়তে শিখে গিয়েছি। আপনাকে আর আমার জন্য ২০০ টাকা এক্সট্রা খরচ করতে হবে না। তবে আমি কিছু লোভী স্বপ্ন দেখি।
যেমন?
দেব: কেরিয়ারের শুরুতে ভাবতাম, একটা ফ্ল্যাট হোক। মেট্রো করে যেতে আর ভাল লাগছে না। একটা গাড়ি হোক। তার পর সেকেন্ড হ্যান্ড গাড়ি হল। তার পর ভাবলাম, এ বার একটা হন্ডা সিটি হোক। সেটা হওয়ার পর ভাবলাম, এ বার একটা বিএমডব্লিউ তো কিনি…। কিন্তু এগুলো তো কিনলাম। এর আগে কত রাত যে ঘুমোইনি। এটা বুঝলাম আরও পরিশ্রম করতে হবে।
আরও পড়ুন, পুজোর ছবির রিলিজ নিয়ে দেব বনাম শ্রীকান্ত
তার ফসল হিসেবেই তো সবচেয়ে বড় বাজেটের ছবির দায়িত্ব আপনার কাঁধে।
দেব: (হাসি) আই ওয়ান্ট টু বি আ ভেরি আনপ্রেডিক্টেবল অ্যাক্টর। অনেক দিন ধরে বেঁচে থাকতে গেলে বিভিন্ন ঘরানার ছবি করতে হবে। আমার প্রোডাকশনের পরের ছবিটা কমেডি হবে। হাসতে হাসতে লোকে পাগল হয়ে যাবে।
আমাজনের শুটিংয়ে আনপ্রেডিক্টেবল অনেক সিচুয়েশন ফেস করেছেন। সবচেয়ে ভয়ঙ্কর কী ছিল?
দেব: ওয়াটারফল। ওটা দেখে ভয় পেতাম আমি। একদম ধার দিয়ে হাঁটতে হত। পুরোটাই স্লিপারি। শ্যাওলা হয়ে গিয়েছে। ওখানে শটের আগে যে অল দ্য বেস্ট বলা হত, মনে হত সেটা কথাটাই আসলে ভগবান।
আচ্ছা, ককপিটে কি আপনার কথাতেই কলকাতার রসগোল্লা গানটা রেখেছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়?
দেব: হ্যাঁ, এটা সত্যি।
‘আমাজন অভিযান’-এর অন্য একটি দৃশ্য।