Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Entertainment News

‘ওহ ম্যাম, ইউ আর মাই ক্রাশ...’ জুন মালিয়াকে কে বললেন এ কথা?

দার্জিলিঙে শিলাদিত্য মৌলিকের প্রথম বাংলা ছবি ‘সোয়েটার’-এর শুটিং সেটে আমরা মুখোমুখি হয়েছিলাম জুন মালিয়ার। তিনি এই ছবিতে শাশুড়ির ভূমিকায় অভিনয় করছেন। দীর্ঘদিন পরে বড় পর্দায় ফিরছেন জুন। এতদিন কেন দেখা যায়নি তাঁকে? সব প্রশ্নের সোজাসাপ্টা উত্তর দিলেন অভিনেত্রী।

জুন মালিয়া।

জুন মালিয়া।

স্বরলিপি ভট্টাচার্য
দার্জিলিং শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮ ১৩:২২
Share: Save:

দার্জিলিঙে শিলাদিত্য মৌলিকের প্রথম বাংলা ছবি ‘সোয়েটার’-এর শুটিং সেটে আমরা মুখোমুখি হয়েছিলাম জুন মালিয়ার। তিনি এই ছবিতে শাশুড়ির ভূমিকায় অভিনয় করছেন। দীর্ঘ দিন পরে বড় পর্দায় ফিরছেন জুন। এত দিন কেন দেখা যায়নি তাঁকে? সব প্রশ্নের সোজাসাপ্টা উত্তর দিলেন অভিনেত্রী।

জুন মালিয়া শাশুড়ি...!
হা হা...। আমার ওটা নিয়ে প্রবলেম হয় না। আমি মায়ের রোল, শাশুড়ির রোল তো করেছি আগেও। দেখুন, যারা আমাকে ভালবাসে, যাদের ফ্যান্টাসি রয়েছে...‘সোয়েটার’-এর সেটেও তো যারা ছোট, এমন অনেকে এসে বলছে, ‘ওহ ম্যাম...ইউ আর মাই ক্রাশ...।’ ওটা তো আলাদা জায়গা। এটা নিয়ে কোনও ইনহিবিশন নেই। ক্যারেক্টার ইম্পর্ট্যান্ট আমার কাছে।

তবুও যাঁদের আপনাকে নিয়ে এখনও ফ্যান্টাসি রয়েছে, তাঁরা শাশুড়ির চরিত্রে ভাবতে পারবেন কি?
(মুচকি হাসি) আমি একটা কথা বলি?

প্লিজ...
ছোট মুখে হয়তো বড় কথা হয়ে যাবে, কিন্তু আমরা তো রেখাকে দেখছি। উনি এখনও লাস্যময়ী আমাদের কাছে। রিসেন্টলি একটা অনুষ্ঠানে নাচলেন, ২০ মিনিটের একটা পারফরম্যান্স দিলেন, আমার মনে হয় ওখানে অত ছোট ছোট নায়িকা ছিলেন, ওঁরাও একই রকম গ্ল্যামারাস, কিন্তু রেখা যেন সকলকে ছাপিয়ে গেলেন। সেটা আমার মনে হয় একটা আলাদা জিনিস। সো আই ফিল ভেরি সিকিওর হোয়াটএভার পজিশন আই অ্যাম ইন। আর এই চরিত্রটা ‘খুবসুরত’ যে ছবিটা হয়েছিল, তেমন একটা চরিত্র। আই রিয়েলি এনজয়েড ইট।

আরও পড়ুন, শ্রীলেখা-সিধুর ‘দাম্পত‍্য’... দার্জিলিঙে?

‘সোয়েটার’-এ আপনি কেমন শাশুড়ি?
এখানে আমি টুকুর হবু শাশুড়ি। টুকুর চরিত্রটা ইশা করছে। আমার ছেলের বউ খুঁজতে দার্জিলিঙে এসেছি আমি। টুকুকে একটা অদ্ভুত কন্ডিশন দিয়েছি। আমি একটা সোয়েটার বানিয়ে এনেছি। ওকে ঠিক ওরকম একটা সোয়েটার বানাতে হবে। সেটা আমি কম্পেয়ার করে দেখব, কতটা সুন্দর হয়েছে। মার্কসও দেব। সেটা যদি আমার মনের মতো হয়, তখনই আমার ছেলের বউ হিসেবে ওকে অ্যাকসেপ্ট করব। টুকু নাচ করতে পারে কিনা, ছবি আঁকতে পারে কিনা, গান গাইতে পারে কিনা, এ সবে আমার কোনও ইন্টারেস্ট নেই। ও ভাল সোয়েটার বুনতে পার কিনা সেটাই আমি দেখব।

‘ক্যারেক্টার ইম্পর্ট্যান্ট আমার কাছে’, ‘সোয়েটার’-এর সেটে দাঁড়িয়ে বললেন অভিনেত্রী।

আপনি তা হলে বেশ কড়া শাশুড়ি মনে হচ্ছে?
হুম...। এখানে ইশার বাবার চরিত্রে রয়েছেন খরাজ। খুব ডেসপারেট বাবা। কোনওরকমে মেয়েকে ঘাড় থেকে নামাতে পারলে বাঁচে। মেয়ের একটা গতি হলে খুব ভাল হয়, এমন মনোভাব। খরাজ মেয়ের হবু শাশুড়িকে বলে দিয়েছে, মেয়ে সোয়েটার বুনতে পারবে। আর আমি বলেছি, এক মাস পরে এসে দেখব সোয়েটার বুনতে পারল কিনা। এটাই ছবির জিস্ট। এই মেয়েটা, মানে টুকুর কাছে এটা একটা চ্যালেঞ্জ। মেয়েটার কনফিডেন্স লেভেল লো দেখানো হচ্ছে। বিভিন্ন কমপ্লেক্সে ভোগে। সেখান থেকে ওর জার্নিটা। লাস্টে গিয়ে হবু শাশুড়ির ভাল লাগবে কিনা, সোয়েটার বুনে ১০-এ কত পাবে, সে নিয়ে ছবিটা।

অনেক দিন পর কিন্তু আপনাকে সিনেমাতে দেখা যাবে। এতদিনের গ্যাপ...অফার ছিল না?
(সামান্য পজ) ছবিতে দেড় বছরের একটা গ্যাপ পড়েছে আমার, এটা ঠিক। কিন্তু এই সময়টা ‘রেশম ঝাঁপি’ বলে একটা সিরিয়াল করছিলাম। সেখানে মেন ক্যারেক্টার ছিল আমার। আর মেগা মানে রোজ স্টুডিওতে ১০-১২ ঘণ্টা করে কাজ। কোনও কিছু নেওয়াই যাচ্ছিল না। অনেক অফার এসেছিল ছবির। শুধু ছোট্ট একটা ওয়েব সিরিজ করতে পেরেছিলাম। ‘ভার্জিন মোহিতো’। রানাদা, সুদেষ্ণাদির। তার বাইরে বিশেষ কিছু করতে পারিনি।

আরও পড়ুন, জন্মাষ্টমীতে নতুন খবর দিলেন অদিতি

আবার মেগায় ফিরছেন?
কামিং অক্টোবর থেকেই হয়তো আবার একটা মেগার শুট শুরু করব। এ ছাড়া ‘ভার্জিন মোহিতো’র সেকেন্ড সিজন শুট করতে হবে। অরিন্দম শীলের সঙ্গেও ওঁর নেক্সট প্রজেক্ট নিয়ে কথা হয়েছে।

মেগার কাজ নিয়ে ক’দিন আগেই একটা বড় সমস্যা ফেস করল ইন্ডাস্ট্রি। আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। এ ব্যাপারে আপনার কী মত?
আমার সঙ্গে সে ভাবে কখনও কোনও প্রডিউসরের ঝামেলা হয় না। প্রবাবলি আই অ্যাম ভেরি স্ট্রেট ফরোয়ার্ড অ্যাজ আ পার্সন বলে হয়তো। যখন কাজটা শুরু করি, যেগুলো মনে হয় বলে দেওয়া উচিত, সেই জায়গাগুলো প্রথম দিন থেকেই ট্রান্সপারেন্টলি ক্লিয়ার করে নিই। ‘রেশম ঝাঁপি’তে প্রথম ৫২টা এপিসোড এক ঘণ্টার টেলিকাস্ট হয়েছিল। আমাদের প্রচুর ব্যাঙ্কিং ছিল, এমনও নয়। কিন্তু করেছিলাম তো। আসলে কাজের একটা ডিসিপ্লিন থাকে। আমি আগে থেকেই জানিয়ে দিই, আমি প্রথম কয়েক মাস বেশি সময় দিয়ে কাজ উঠিয়ে দেব। ব্যাঙ্কিংয়ের জন্য। কিন্তু তিন-চার মাস পরে আমি সেটা আর পারব না। তোমাদের ১০ ঘণ্টাতেই নামাতে হবে। আমি ১৮ বছর ধরে মেগা করছি, এই প্রবলেম আমার সঙ্গে কখনও হয়নি। তবে ১৫, ১৬ ঘণ্টা কাজটা ইনহিউম্যান।

আরও পড়ুন, বিয়ের পর কতটা বদলেছে ঋদ্ধিমার জীবন?

ঠিকই, হয়তো সমস্যাটা আপনার নয়। কিন্তু বহু জুনিয়র আর্টিস্ট এই সমস্যা ফেস করছেন...
(প্রশ্ন শেষ করতে না দিয়েই) হ্যাঁ, করছেন তো। আমি তো দেখি আমার কলিগদের, কত কষ্ট হয়। ওরা অসুস্থ হয়ে পড়ে। আর অসুস্থ হলেও যেন সবাই সবাইকে সন্দেহ করতে থাকে। হয়তো অসুস্থ নয়, অসুস্থর অভিনয় করছে। বাড়িতে গিয়ে দেখ, বেড়াতে চলে গিয়েছে। এ সব কথা যখন ওঠে তাতেও আমার খারাপ লাগে। আই অ্যাম ভেরি হ্যাপি যে এরকম একটা আন্দোলন শুরু হয়েছিল, আবার সেটা মিটেও গিয়েছে। আশা করব সবার একটু সুবুদ্ধি হবে, আর আমরা সুস্থ ভাবে কাজটা এগিয়ে নিয়ে যেতে পারব। সবচেয়ে বেশি সাফার কিন্তু করেছেন দর্শক। রিপিট টেলিকাস্ট দেখতে কারও ভাল লাগেনি। তাদের কথাটাও তো ভাবতে হবে...।

ছবি: নিজস্ব চিত্র এবং জুন মালিয়ার ফেসবুক অ্যাকাউন্টের সৌজন্যে।

(সেলেব্রিটি ইন্টারভিউ, সেলেব্রিটিদের লাভস্টোরি, তারকাদের বিয়ে, তারকাদের জন্মদিন থেকে স্টার কিডসদের খবর - সমস্ত সেলেব্রিটি গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE