Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Entertainment News

‘ঋদ্ধি আমার…’, সম্পর্ক নিয়ে মুখ খুললেন সুরঙ্গনা

কেরিয়ার শুরু হয়েছিল নাচ দিয়ে। সেখান থেকে অভিনয়। সঙ্গে যোগ হয়েছে গান। আর পড়াশোনা তো আছেই। তিনি সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ‘ওপেন টি বায়োস্কোপ’ কেরিয়ারের টার্নিং পয়েন্ট বলে মনে করেন তিনি। চলতি মাসেই মুক্তি পাবে তাঁর আগামী ছবি পার্থ চক্রবর্তীর পরিচালনায় ‘সমান্তরাল’। তার আগে কলেজে প্রথম ক্লাস শেষ করেই আড্ডা দিলেন সেন্ট জেভিয়ার্সের ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্রী।

‘সমান্তরাল’-এ ঋদ্ধি ও সুরঙ্গনা।

‘সমান্তরাল’-এ ঋদ্ধি ও সুরঙ্গনা।

স্বরলিপি ভট্টাচার্য
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৭ ১৫:১৪
Share: Save:

কেরিয়ার শুরু হয়েছিল নাচ দিয়ে। সেখান থেকে অভিনয়। সঙ্গে যোগ হয়েছে গান। আর পড়াশোনা তো আছেই। তিনি সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ‘ওপেন টি বায়োস্কোপ’ কেরিয়ারের টার্নিং পয়েন্ট বলে মনে করেন তিনি। চলতি মাসেই মুক্তি পাবে তাঁর আগামী ছবি পার্থ চক্রবর্তীর পরিচালনায় ‘সমান্তরাল’। তার আগে কলেজে প্রথম ক্লাস শেষ করেই আড্ডা দিলেন সেন্ট জেভিয়ার্সের ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্রী।

নেক্সট ক্লাস কখন?
সুরঙ্গনা: দেরি আছে। ব্রেকে গল্প করে নিতেই পারি আমরা।

‘সমান্তরাল’-এর প্রোমোশন তো শুরু হয়ে গেল। ক্লাস ম্যানেজ করতে প্রবলেম হবে না?
সুরঙ্গনা: না! আমার কোনও দিনই পড়াশোনা আর অভিনয় ম্যানেজ করতে প্রবলেম হয়নি।

তার সঙ্গে তো নাচও রয়েছে।
সুরঙ্গনা: হুম। আমার প্রথম ভালবাসা নাচ। তবে এখন বন্ধ জানেন।

কেন?
সুরঙ্গনা: কিছু সমস্যা হচ্ছে। ওই মেডিক্যাল রিজনস্…। তবে গানটা গাইছি এখন, সেটা ভালই লাগছে।

আরও পড়ুন, সিভি’তে এত কম ছবি কেন? অফার পান না?

শিখছেন কারও কাছে?
সুরঙ্গনা: না! আসলে বাড়িতে মা, বাবা, দাদু গান করেন। ওদের থেকেই শুনে শুনে শেখা আমার। এখন ফোকাসে গান আর পড়াশোনা।

সেকি! অভিনয় নয়?
সুরঙ্গনা: না! এই মুহূর্তে অভিনয় নয়। বরং পড়াশোনা শেষ করে প্রফেসর হতে চাই।

তা হলে ‘সমান্তরাল’-এ অভিনয় করতে রাজি হলেন কেন?
সুরঙ্গনা: আসলে পার্থদা যখন প্রথম স্ক্রিপ্ট শুনিয়েছিল, আমার এত ভাল লেগেছিল— রাজি হতে এক মুহূর্তও ভাবিনি।

আপনার চরিত্রটা কেমন?
সুরঙ্গনা: আমার চরিত্রের নাম তিতলি। ঋদ্ধি (সেন) যে চরিত্রটা করছে, তার বন্ধু। ওদের ফেসবুকে আলাপ। ঋদ্ধির এক মামা রয়েছেন। সেই চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত। তিনি একটু অন্য রকম। ঠিক বোঝা যায় না তাঁকে। ঋদ্ধি ওর মামাকে বোঝার চেষ্টা করে। আর আমি ওকে বন্ধু হিসেবে হেল্প করি।

আরও পড়ুন, ‘ভুতু’ ফের বাংলায় ফিরছে, তবে…

অনস্ক্রিন ঋদ্ধি-সুরঙ্গনা বন্ধু। আর অফস্ক্রিন?
সুরঙ্গনা: বন্ধুই। ও আমার বেস্ট ফ্রেন্ড।

ইন্ডাস্ট্রি কিন্তু অন্য কথা বলছে।
সুরঙ্গনা: তাই? কী বলছে? (মুচকি হাসি)

বলছে, বন্ধুত্বের থেকেও ওদের সম্পর্কটা বেশি কিছু।
সুরঙ্গনা: এটা রিউমার। ঋদ্ধি আমার এমন বন্ধু যার সঙ্গে সব কিছু শেয়ার করা যায়। আর শেয়ার করলে ও বোঝে।

ঋদ্ধি তা হলে শুধু বন্ধুই?
সুরঙ্গনা: (হা হা হা…) আসলে আমার ফ্রেন্ড সার্কেল খুব ছোট। আমি, ঋদ্ধি, গোপা একটা টিমের মতো। আর ইন্ডাস্ট্রির বাইরের কথা যদি বলতে হয়, প্রত্যুষা আমার খুব ভাল বন্ধু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE