তার সঙ্গে তো নাচও রয়েছে।
সুরঙ্গনা: হুম। আমার প্রথম ভালবাসা নাচ। তবে এখন বন্ধ জানেন।
কেন?
সুরঙ্গনা: কিছু সমস্যা হচ্ছে। ওই মেডিক্যাল রিজনস্…। তবে গানটা গাইছি এখন, সেটা ভালই লাগছে।
আরও পড়ুন, সিভি’তে এত কম ছবি কেন? অফার পান না?
শিখছেন কারও কাছে?
সুরঙ্গনা: না! আসলে বাড়িতে মা, বাবা, দাদু গান করেন। ওদের থেকেই শুনে শুনে শেখা আমার। এখন ফোকাসে গান আর পড়াশোনা।
সেকি! অভিনয় নয়?
সুরঙ্গনা: না! এই মুহূর্তে অভিনয় নয়। বরং পড়াশোনা শেষ করে প্রফেসর হতে চাই।
তা হলে ‘সমান্তরাল’-এ অভিনয় করতে রাজি হলেন কেন?
সুরঙ্গনা: আসলে পার্থদা যখন প্রথম স্ক্রিপ্ট শুনিয়েছিল, আমার এত ভাল লেগেছিল— রাজি হতে এক মুহূর্তও ভাবিনি।
আপনার চরিত্রটা কেমন?
সুরঙ্গনা: আমার চরিত্রের নাম তিতলি। ঋদ্ধি (সেন) যে চরিত্রটা করছে, তার বন্ধু। ওদের ফেসবুকে আলাপ। ঋদ্ধির এক মামা রয়েছেন। সেই চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত। তিনি একটু অন্য রকম। ঠিক বোঝা যায় না তাঁকে। ঋদ্ধি ওর মামাকে বোঝার চেষ্টা করে। আর আমি ওকে বন্ধু হিসেবে হেল্প করি।
আরও পড়ুন, ‘ভুতু’ ফের বাংলায় ফিরছে, তবে…
অনস্ক্রিন ঋদ্ধি-সুরঙ্গনা বন্ধু। আর অফস্ক্রিন?
সুরঙ্গনা: বন্ধুই। ও আমার বেস্ট ফ্রেন্ড।
ইন্ডাস্ট্রি কিন্তু অন্য কথা বলছে।
সুরঙ্গনা: তাই? কী বলছে? (মুচকি হাসি)
বলছে, বন্ধুত্বের থেকেও ওদের সম্পর্কটা বেশি কিছু।
সুরঙ্গনা: এটা রিউমার। ঋদ্ধি আমার এমন বন্ধু যার সঙ্গে সব কিছু শেয়ার করা যায়। আর শেয়ার করলে ও বোঝে।
ঋদ্ধি তা হলে শুধু বন্ধুই?
সুরঙ্গনা: (হা হা হা…) আসলে আমার ফ্রেন্ড সার্কেল খুব ছোট। আমি, ঋদ্ধি, গোপা একটা টিমের মতো। আর ইন্ডাস্ট্রির বাইরের কথা যদি বলতে হয়, প্রত্যুষা আমার খুব ভাল বন্ধু।