ভাইরাল হওয়া সেই চুমুর ছবি।— টুইটারের সৌজন্যে।
দিন কয়েক আগেই শোনা গিয়েছিল তাঁদের নাকি ব্রেকআপ হয়ে গিয়েছে। কয়েক দিন যেতে না যেতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল তাঁদের ঘনিষ্ঠ চুমুর ছবি! তাঁরা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। তা হলে কি ব্রেকআপের খবর গুজব ছিল?
আরও পড়ুন, দীপিকার সঙ্গে ডেট করতে চেয়েছিলেন জকোভিচ!
এক ফ্যানপেজের মাধ্যমে পোস্ট করা সাদা-কালো ছবিতে দু’জনকে চুম্বনের ভঙ্গিতে দেখা যাচ্ছে। যদিও ছবিটি কোথায় বা কখন তোলা হয়েছে, সে বিষয়ে কিছুই জানা যায়নি। বলি মহলের একটা অংশের মত, ২০১৫-তে এই জুটির একটি ফোটোশুটের সময় সম্ভবত তোলা হয়েছিল এই ছবি।
আরও পড়ুন, কোন লড়াইয়ে প্রিয়ঙ্কাকে হারিয়ে দিলেন দীপিকা?
এই মুহূর্তে দীপিকা ও রণবীর সঞ্জয়লীলা ভংসালীর ‘পদ্মাবতী’ ছবিতে কাজ করছেন। ওয়েব দুনিয়ার অনেকেরই মনে পড়ছে রণবীরের একটি পুরনো সাক্ষাত্কারের কথা। যেখানে তিনি বলেছিলেন দীপিকা ‘বেস্ট কিসার’। এই অনুরাগী আবার ‘দীপভির’ হ্যাশট্যাগ দিয়ে রণবীরদীপিকার বিভিন্ন মুহূর্তের ছবি ওয়েব মিডিয়ায় আপলোড করেছেন। সেখান থেকেই সম্ভবত পুরনো ছবিটি ভাইরাল হয়েছে। তবে এই ঘটনার পর ইন্ডাস্ট্রির একটা অংশ মনে করছে হয়তো সত্যিই ব্রেকআপ হয়েছে দীপিকারণবীরের। সে কারণেই হয়তো তাঁদের পুরনো ছবি শেয়ার করে সম্পর্ক জোড়া লাগানোর অনুরোধ করছেন অনুরাগীরা! 🔥🔥🔥 ã (_)
#NewProfilePic
— San/ BTS💜 (@sana_arsh) August 14, 2017
My entire existence got shook with this 🔥🔥🔥#DeepVeer Hawwwwwwwttttttttt pic.twitter.com/WUYtaCVbPK
এই মুহূর্তে দীপিকা ও রণবীর সঞ্জয়লীলা ভংসালীর ‘পদ্মাবতী’ ছবিতে কাজ করছেন। ওয়েব দুনিয়ার অনেকেরই মনে পড়ছে রণবীরের একটি পুরনো সাক্ষাত্কারের কথা। যেখানে তিনি বলেছিলেন দীপিকা ‘বেস্ট কিসার’। এই অনুরাগী আবার ‘দীপভির’ হ্যাশট্যাগ দিয়ে রণবীরদীপিকার বিভিন্ন মুহূর্তের ছবি ওয়েব মিডিয়ায় আপলোড করেছেন। সেখান থেকেই সম্ভবত পুরনো ছবিটি ভাইরাল হয়েছে। তবে এই ঘটনার পর ইন্ডাস্ট্রির একটা অংশ মনে করছে হয়তো সত্যিই ব্রেকআপ হয়েছে দীপিকারণবীরের। সে কারণেই হয়তো তাঁদের পুরনো ছবি শেয়ার করে সম্পর্ক জোড়া লাগানোর অনুরোধ করছেন অনুরাগীরা! ã (_)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy