বাংলোর প্লট নিয়ে মুম্বইয়ের এক বিল্ডিং নির্মাতার সঙ্গে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল প্রবীণ বলিউড অভিনেতা দিলীপ কুমারের। সেই তাঁর বাংলোর প্লটের মালিকানা নিয়ে দ্বন্দ্বে কিছুটা হলেও স্বস্তি মিলল ট্রাস্টির শংসাপত্রে। শেঠ মুলরাজ খাটাউ ট্রাস্ট রবিবার জানিয়ে দিল, দিলীপ কুমার ওই প্লটের ভাড়াটিয়া নন। ৯৯৯ বছরের দীর্ঘস্থায়ী লিজ রয়েছে তাঁর।
আইনজীবী আলতমাস শেখের মাধ্যমে একটি পাবলিক নোটিশ প্রকাশ করে শেঠ মুলরাজ খাটাউ ট্রাস্ট। সেখানে বলা হয়েছে, ‘‘দিলীপ কুমারের নেওয়া লিজ এখনও বৈধ। ওই প্লটের উপর তাঁর ৯৯৯ বছরের লিজ রয়েছে।’’
মুম্বইয়ের এই হাই প্রোফাইল বিতর্ক অন্য মাত্রা অন্য মাত্রা পায়, যখন দিলীপ কুমার ও তাঁর স্ত্রী সায়রা বানু বিল্ডিং নির্মাতা সমীর এন ভোজয়ানির নামে ২৫০ কোটি টাকার মানহানির মামলা করেন। তারপরই সমস্যাটি অন্য মাত্রা পায়।