Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Entertainment News

অজয় দেবগণ, আলিয়া ভট্টদের ডাকনাম কী জানেন?

গুরুগম্ভীর ভাল নাম যতই থাকুক, আদরের ডাক নামের কোনও বিকল্প হয় না। আবার কারও কারও একটা ছেড়ে একাধিক ডাক নামের ভিড়। বাবার দেওয়া, মায়ের দেওয়া, মামা-মাসি-পিসি, কখনও আবার বেটারহাফ— একেক জন একেক রকম আদুরে নামে ডাকতে ভালবাসেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৭ ১৩:১৭
Share: Save:
০১ ১২
অজয় দেবগণ: <br> 
বাড়িতে সকলে রাজু বলে ডাকেন, আর কাজল ডাকেন জে বলে।

অজয় দেবগণ: <br> বাড়িতে সকলে রাজু বলে ডাকেন, আর কাজল ডাকেন জে বলে।

০২ ১২
আলিয়া ভট্ট: <br> 
তাঁর মতোই মিষ্টি তাঁর ডাক নামগুলোও। মা সোনি রাজদান তাঁকে ডাকেন আলু কাচালু বলে। আলু কালু বলে <br> ডাকেন দিদি পূজা। তাছাড়াও ডাক নামের তালিকায় রয়েছে বাটাটা আলু, আলু বালু নামগুলোও।

আলিয়া ভট্ট: <br> তাঁর মতোই মিষ্টি তাঁর ডাক নামগুলোও। মা সোনি রাজদান তাঁকে ডাকেন আলু কাচালু বলে। আলু কালু বলে <br> ডাকেন দিদি পূজা। তাছাড়াও ডাক নামের তালিকায় রয়েছে বাটাটা আলু, আলু বালু নামগুলোও।

০৩ ১২
বিপাশা বসু: <br> 
বিপাশারও ডাক নামের তালিকাটা বেশ লম্বা। বাড়িতে তাঁকে ডাকে ‘বনি’ বলে। তবে বিপসি, বি, বিপ, বব, <br> ভোপু, বসু, বেবি বসু, বিপস এমনই প্রচুর ডাক নাম রয়েছে তাঁর।

বিপাশা বসু: <br> বিপাশারও ডাক নামের তালিকাটা বেশ লম্বা। বাড়িতে তাঁকে ডাকে ‘বনি’ বলে। তবে বিপসি, বি, বিপ, বব, <br> ভোপু, বসু, বেবি বসু, বিপস এমনই প্রচুর ডাক নাম রয়েছে তাঁর।

০৪ ১২
হৃতিক রোশন: <br> 
বাড়িতে সবার কাছে তিনি আদরের ডুগ্গু। আবার বি-টাউন তাঁকে ডাকে ‘গ্রিক গড’ বলে।

হৃতিক রোশন: <br> বাড়িতে সবার কাছে তিনি আদরের ডুগ্গু। আবার বি-টাউন তাঁকে ডাকে ‘গ্রিক গড’ বলে।

০৫ ১২
করিনা কপূর: <br> 
ভাল নামের পাশাপাশি করিনার ডাক নামটিও বেশ জনপ্রিয়। শুধু পরিবারের সকলে নয়, <br> ইন্ডাস্ট্রিতেও অনেকে ভালবেসে তাঁকে ‘বেবো’ বলে ডাকেন।

করিনা কপূর: <br> ভাল নামের পাশাপাশি করিনার ডাক নামটিও বেশ জনপ্রিয়। শুধু পরিবারের সকলে নয়, <br> ইন্ডাস্ট্রিতেও অনেকে ভালবেসে তাঁকে ‘বেবো’ বলে ডাকেন।

০৬ ১২
করিশ্মা কপূর: <br> 
মা ববিতা ইতালিয়ান অভিনেত্রী গিনা লোলোব্রিগিদিয়া-কে পছন্দ করতেন। তাই করিশ্মার ডাক নাম রেখেছিলেন লোলো।

করিশ্মা কপূর: <br> মা ববিতা ইতালিয়ান অভিনেত্রী গিনা লোলোব্রিগিদিয়া-কে পছন্দ করতেন। তাই করিশ্মার ডাক নাম রেখেছিলেন লোলো।

০৭ ১২
পরিণীতি চোপড়া: <br> 
ছোট্ট মিষ্টি ডাক নাম পরিণীতির— তিশা।

পরিণীতি চোপড়া: <br> ছোট্ট মিষ্টি ডাক নাম পরিণীতির— তিশা।

০৮ ১২
প্রিয়াঙ্কা চোপড়া: <br> 
ফরাসি অভিনেত্রী মিমি রজার্সের নামে বাবা-মা নাম দিয়েছিলেন মিমি। স্কুলে তাঁর সহপাঠীরা তাঁকে ডাকত সানশাইন বলে। <br> বলিপাড়ায় তাঁর নতুন নামকরণ হয় পিগি চপস। অভিষেক বচ্চন তাঁকে এই নামে ডাকতেন কেরিয়ারের প্রথম দিকে।

প্রিয়াঙ্কা চোপড়া: <br> ফরাসি অভিনেত্রী মিমি রজার্সের নামে বাবা-মা নাম দিয়েছিলেন মিমি। স্কুলে তাঁর সহপাঠীরা তাঁকে ডাকত সানশাইন বলে। <br> বলিপাড়ায় তাঁর নতুন নামকরণ হয় পিগি চপস। অভিষেক বচ্চন তাঁকে এই নামে ডাকতেন কেরিয়ারের প্রথম দিকে।

০৯ ১২
রণবীর কপূর: <br> 
মা নীতু সিংহ রণবীরকে ডাকেন রেমন্ড বলে।

রণবীর কপূর: <br> মা নীতু সিংহ রণবীরকে ডাকেন রেমন্ড বলে।

১০ ১২
ঋষি কপূর: <br> 
শুধু পরিবারেই নয়, ইন্ডাস্ট্রিতেও ঋষি কপূর তাঁর ডাক নামে যথেষ্ট পরিচিত। অনেকেই তাঁকে ভালবেসে ডাকেন চিন্টু হিসাবে।

ঋষি কপূর: <br> শুধু পরিবারেই নয়, ইন্ডাস্ট্রিতেও ঋষি কপূর তাঁর ডাক নামে যথেষ্ট পরিচিত। অনেকেই তাঁকে ভালবেসে ডাকেন চিন্টু হিসাবে।

১১ ১২
শিল্পা শেট্টি: <br> 
শিল্পার ডাক নাম ‘মান্যা’। তবে শিল্পার মা তাঁকে ভালবেসে ডাকেন বাবুচা আর হানিবাঞ্চ।

শিল্পা শেট্টি: <br> শিল্পার ডাক নাম ‘মান্যা’। তবে শিল্পার মা তাঁকে ভালবেসে ডাকেন বাবুচা আর হানিবাঞ্চ।

১২ ১২
শ্রদ্ধা কপূর: <br> 
বন্ধুদের মধ্যে চিরকূট নামে পরিচিত শ্রদ্ধা। আর এই নামটি দিয়েছেন নায়িকার ছোটবেলার বন্ধু বরুণ ধবন।

শ্রদ্ধা কপূর: <br> বন্ধুদের মধ্যে চিরকূট নামে পরিচিত শ্রদ্ধা। আর এই নামটি দিয়েছেন নায়িকার ছোটবেলার বন্ধু বরুণ ধবন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE