Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Deepika Padukone

দীপিকা, রণবীরের বিয়ের শুধুমাত্র ভেন্যুর খরচই এত!

তবে দীপবীর বিয়েতে কোনও উপহার নিচ্ছেন না। আমন্ত্রিতদের দীপবীর অনুরোধ জানিয়েছেন দীপিকার যে সংগঠন মানসিক অবসাদগ্রস্ততা নিয়ে কাজ করেন, চাইলে সেই সংস্থায় অনুদান দিতে পারেন তাঁরা।

রণবীর ও দীপিকা গাঁটছড়া বাঁধছেন আজ।

রণবীর ও দীপিকা গাঁটছড়া বাঁধছেন আজ।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৮ ০৮:৫৩
Share: Save:

এ যেন রূপকথার বিয়ে। চলতি বছরের সবচেয়ে আলোচিত বিয়ে আজ। ১৪ ও ১৫ নভেম্বর গাঁটছড়া বাঁধছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। এই বিয়ে নিয়ে জল্পনারও শেষ নেই। কিন্তু কত খরচ হচ্ছে এই রূপকথার বিয়েতে?

বর ও কনে দু’ পরিবারই থাকছেন লেক কোমোর বিলাসবহুল রিসর্টে। এই রিসর্টেই দীপবীরের হাই প্রোফাইল বিয়ের অনুষ্ঠান হতে চলেছে।

দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহের বিয়ে নিয়ে বি টাউনের সর্বত্র আলোচনা চলছে। ১৩ নভেম্বর সঙ্গীতে দীপিকা নাকি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। রণবীর তাঁকে আলিঙ্গন করে কান্না থামিয়েছেন। এরকম নানা টুকরো আভাসে সরগরম বলিউড।

তাঁদের বিয়ের প্রথম ছবি কখন দেখা যাবে, তা নিয়ে চলছে জল্পনা। কন্নড় এবং উত্তর ভারতীয় রীতি মেনে বিয়ে হবে তাঁদের।

আরও পড়ুন: মা হলেন সুদীপা

শোনা যাচ্ছে, রিসর্টের প্রতিটি ঘরের খরচ ৩৩ হাজার টাকা। দুই তারকা নাকি সবমিলে ৭৫টি ঘর বুক করেছেন। সবমিলে যা দাঁড়ায় প্রায় ২৪ লক্ষ ৭৫ হাজার টাকা। অর্থাত্ এক সপ্তাহে শুধুমাত্র ঘর ভাড়ার খরচই দাঁড়াচ্ছে ১ কোটি ৭৩ লক্ষ ২৫ হাজার টাকা।

আরও পড়ুন: ‘কে বলেছে পার্নো আমার বিশেষ বান্ধবী?’​

দীপিকা বিয়ের জন্য গয়না কিনেছেন এক কোটি টাকার। শুধু মাত্র মঙ্গলসূত্রটির দাম ২০ লক্ষ টাকা। জানা গিয়েছে, সি-প্লেনে চড়ে বিয়ে করতে যাবেন রণবীর। বরযাত্রীদের জন্য বিলাসবহুল পালতোলা নৌকোর ব্যবস্থা করা হয়েছে। ইতালি থেকে ফিরে আগামী ২৮ নভেম্বর মুম্বইয়ে তাঁদের রিসেপশন হবে, রিসেপশন হবে বেঙ্গালুরুতেও। সব মিলিয়ে কয়েক কোটি টাকা যে রূপকথার বিয়ের পিছনে খরচ হবে, তা বলাই বাহুল্য।

Who else is excited for this wedding? #deepikapadukone #deepikaranveer #deepveer #bollywoodfashion #bollywoodstylefile #ranveersingh #deepikaranveerwedding #bollywoodjodi #wedding #everstylish

A post shared by Everstylish.com (@everstylishcom) on

তবে দীপবীর বিয়েতে কোনও উপহার নিচ্ছেন না। আমন্ত্রিতদের দীপবীর অনুরোধ জানিয়েছেন দীপিকার যে সংগঠন মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে, চাইলে সেই সংস্থায় অনুদান দিতে পারেন তাঁরা।

রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা - বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE