মিমি-রাজ-শুভশ্রী। কয়েক মাস আগেও এই ত্রিকোণ প্রেমের গসিপে সরগরম ছিল টলিউড। প্রথমে রাজ-মিমির সম্পর্ক। তার পর ভাঙন। নেক্সট এপিসোড রাজ-শুভশ্রীর সম্পর্ক। ফের ভাঙন।
তার পর? বাকিটা সকলেই জানেন। সংবাদ মাধ্যমে প্রকাশ্যেই একে অপরকে একহাত নিয়েছিলেন দুই নায়িকা। তা নিয়ে প্রবল গসিপ চালু ছিল সিনে মহলে। ফের কাজে ফিরেছেন এই তিন শিল্পীই। কিন্তু সম্পর্কের উন্নতি?
টলি মহলে অনেকেই বলেন, প্রকাশ্যে যে ভাবে কাদা ছোড়াছুড়ি হয়েছে, তাতে আর সম্পর্ক কি ভাল থাকে? কিন্তু এর মধ্যেও মিমিকে শুভেচ্ছা জানালেন রাজ এবং শুভশ্রী দু’জনেই। কেন জানেন?