গেস করুন তো অমিতাভের কোলের শিশুটি কে? ছবি: টুইটারের সৌজন্যে।
অমিতাভ বচ্চনের কোলে উঠেছে সে। কোলে চড়ে চুমুও খেয়েছে শাহেনশাকে। ছবিটি সোশ্যাল ওয়ার্ল্ডে শেয়ার করেছেন অমিতাভ নিজেই। বোঝাই যাচ্ছে, নায়কের খুব কাছের এই শিশু। কিন্তু কে সে? আসল পরিচয় কী?
শুধু একজন নয়। অমিতাভের কোলে রয়েছে আরও এক শিশু। তাকেও কি চিনতে পারছেন?
আরও পড়ুন, ও আমাকে ভালবাসে, বললেন দীপিকা, কার কথা বললেন নায়িকা?
ছবিটি টুইট করে ক্যাপশনে অমিতাভ লিখেছেন, ‘৪০ বছর আগে। অমর আকবর অ্যান্টনি… শ্বেতা এবং অভিষেক আমার সঙ্গে সেটে দেখা করতে এসেছিল। তখন আমি ‘মাই নেম ইজ অ্যান্টনি গনসালবেস’ গানটা করছিলাম।’
‘অমর আকবর অ্যান্টনি’ ছবির সেই বিখ্যাত গানটির কথা মনে আছে সিনেপ্রেমীদের। তারই শুটিংয়ের মাঝে বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শ্বেতা ও অভিষেক। সেই ছবি ফ্রেমবন্দি হয়ে রয়েছে। পুরনো ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে যেন স্মৃতিমেদুর অমিতাভ বচ্চন! '
T 2436 - 40 years of Amar Akbar Anthony .. and Shweta and Abhishek visit me on the set when I was doing song 'my name is Anthony Gonsalves pic.twitter.com/bNq8kBTSf7
— Amitabh Bachchan (@SrBachchan) May 26, 2017
‘অমর আকবর অ্যান্টনি’ ছবির সেই বিখ্যাত গানটির কথা মনে আছে সিনেপ্রেমীদের। তারই শুটিংয়ের মাঝে বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শ্বেতা ও অভিষেক। সেই ছবি ফ্রেমবন্দি হয়ে রয়েছে। পুরনো ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে যেন স্মৃতিমেদুর অমিতাভ বচ্চন!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy