Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Entertainment News

অস্কারের দৌড়ে বাংলাদেশ থেকে ফারুকির ‘ডুব’

বাংলাদেশের অস্কার কমিটির তরফ থেকে ৯১তম অস্কারের ফরেন ল্যাঙ্গুয়েজ বিভাগের জন্য বেছে নেওয়া হল মোস্তফা সরয়ার ফারুকির ‘ডুব’কেই।

‘ডুব’ এর একটি দৃশ্য়ে ইরফান খান এবং নুসরত ইমরোজ তিশা।

‘ডুব’ এর একটি দৃশ্য়ে ইরফান খান এবং নুসরত ইমরোজ তিশা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ০৪:২৯
Share: Save:

শুরুর দিকে ধাক্কা। পরে গগনচুম্বী সাফল্য। আর সেই সাফল্যের ধারা যেন এখনও বয়েই চলেছে।

এ বার অস্কারের দৌড়ে বাংলাদেশ থেকে মোস্তফা সরয়ার ফারুকি পরিচালিত ‘ডুব’। বাংলাদেশের অস্কার কমিটির তরফ থেকে ৯১তম অস্কারের ফরেন ল্যাঙ্গুয়েজ বিভাগের জন্য বেছে নেওয়া হল মোস্তফা সরয়ার ফারুকির ‘ডুব’কেই।

তবে এই প্রথম বার নয়। আগেও ফারুকির ‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’ এবং ‘টেলিভিশন’ ছবি দু’টিকে অস্কারের মঞ্চে পাঠানোর জন্য বেছে নিয়েছিল বাংলাদেশের অস্কার কমিটি। বাংলাদেশ থেকে ফোনে আনন্দবাজার ডিজিটালকে ফারুকি বললেন, ‘‘ অস্কারের মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে ‘ডুব’। এর থেকে আনন্দের আর কী হতে পারে । খবরটা প্রথমে আমাকে বাংলাদেশের অস্কার কমিটি জানায়। আগেও আমার দুটি ছবি অস্কারে গিয়েছে। আর ‘ডুব’ও যাচ্ছে। তফাৎটা হল, ‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’ আর ‘টেলিভিশন’ শুধুই বাংলাদেশ থেকে প্রযোজিত। আর ‘ডুব’ ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত। খুবই টাফ একটা কম্পিটিশন হতে চলেছে। যে ছবিগুলোর সঙ্গে ‘ডুব’ ওই রকম একটা আন্তর্জাতিক মঞ্চে লড়াই করবে, সেগুলোর প্রত্যেকটারই রিভিউ খুব ভাল। দেখা যাক! কী হয়।’’

আরও পড়ুন: সিডনি বিমানবন্দরে বর্ণবিদ্বেষের শিকার শিল্পা শেঠি

ছবির ক্রিয়েটিভ প্রোডিউসার ইরফান খান। তাই খবরটা পাওয়া মাত্রই ইরফানকে ফোন করেন মোস্তফা ফারুকি। ফারুকির কথায়, ‘‘আমি ইরফান ভাইকেই খবরটা প্রথমে জানাই। কারণ, ইরফান খান ছাড়া এই ছবিটা বোধ হয় সম্ভব হত না। উনি তো খুবই খুশি। ইরফান অভিনীত ছবি ‘লাইফ অব পাই’ তো অনেক আগেই অস্কার জিতেছে। যদিও ইরফান ‘ডুব’-এর ক্রিয়েটিভ প্রোডিউসারও বটেন। তাই ‘ডুব’ বোধ হয় ওঁর জন্যও স্পেশ্যাল। তবে ইরফান তাড়াতাড়িই সুস্থ হয়ে উঠুন, এটাই চাই। এ রকম আরও ছবি যাতে দর্শককে উপহার দিতে পারেন সে দিকেই আমরা তাকিয়ে।’’ ইরফান ছাড়াও বাংলাদেশ থেকে জ্যাজ় মাল্টিমিডিয়া এবং ভারত থেকে এসকে মুভিজ এই ছবির প্রযোজনা করেছে।

শুটিংয়ের ফাঁকে ইরফানের সঙ্গে মোস্তফা সরয়ার ফারুকি।

তবে শুধু পরদাতেই নয়। পরদার বাইরেও ইরফান খানের সঙ্গে প্রায়শই হাসিঠাট্টা যে চলে, সে কথাও বলতে ভোলেননি পরিচালক মোস্তফা সরয়ার ফারুকি। বিরল রোগে আক্রান্ত ইরফান খান এই মুহূর্তে লন্ডনে চিকিত্সাধীন। ফোন করে প্রায়ই তাঁর শরীরের খবর নেন বলছিলেন ফারুকি। আর বললেন, “আমি তো ইরফান ভাইকে কবি বলেই ডাকি। আর উনি মজা করে বলেন, আমি হচ্ছি নীরব এক কবি।”

আরও পড়ুন: প্রকাশ্যে এল ‘ঠগস অব হিন্দোস্তান’-এ আমিরের লুক

ছবিটিকে ঘিরে এক সময়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। আর সেই বিতর্কের কারণেই ছবিটিকে কিছু সময়ের জন্য ব্যান করে দেয় বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই ছবিতে নাকি কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জীবনের একটা পর্যায় তুলে ধরেছেন পরিচালক ফারুকি। আর সেই কারণেই ছবিটির মুক্তি ঘিরে আপত্তি জানিয়েছিলেন, হুমায়ুনের সহধর্মিণী মেহের আফরোজ শাওন।

তবে, হাজার সমস্যার বেড়াজাল কাটিয়ে গত বছরের অক্টোবরেই ভারত এবং বাংলাদেশে মুক্তি পেয়েছিল ‘ডুব’। শুধু এই দু’টি দেশই নয়, সঙ্গে ফ্রান্স এবং অস্ট্রেলিয়াতেও রিলিজ করে ইরফান খান অভিনীত এই ছবি। এক পরিচালকের জীবন নিয়ে গড়ে উঠেছে এই ছবির কাহিনি। সেই পরিচালক অর্থাৎ জাভেদ হাসানের চরিত্রে অভিনয় করেছেন ইরফান খান। এ ছাড়াও ছবিতে রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী নুসরত ইমরোজ তিশা এবং‌ রোকেয়া প্রাচী। আর কলকাতা থেকে ইরফানের মেয়ের বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন পার্নো মিত্র।

তবে ভারত আর বাংলাদেশের যৌথ প্রযোজনায় যাতে আরও অনেক ছবি তৈরি হয়, সেটাই এই মুহূর্তে বেশি করে চাইছেন ফারুকি। এসকে মুভিজের হিমাংশু ধানুকার কথায়, ‘‘আমাদের জন্য খুব গর্বের মুহূর্ত। অস্কারে গেল ‘ডুব’। ইরফানের অসাধারণ পারফরম্যান্স...। আমরা চাইছি এ বার অস্কারে একটা ম্যাজিক হবে। বাংলাদেশকে ধন্যবাদ। আমাদের পরিশ্রমের মর্যাদা দিয়েছেন তাঁরা। ছবিটাকে অস্কারে পাঠিয়েছেন। ইরফানকে সহ-প্রযোজক হিসেবে পেয়ে আমরা আপ্লুত। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি।’’

(মুভি ট্রেলার থেকে টাটকা মুভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE