Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Entertainment News

অবন্তীর মুকুটে নতুন পালক ‘শম্ভু মিত্র পুরস্কার’

২০০৩ থেকে দক্ষ হাতে সামলাচ্ছেন নাটক পরিচালনার কাজ। গত ২৬ মে পশ্চিমবঙ্গ সরকার নজরুলতীর্থে আয়োজিত এক অনুষ্ঠানে অবন্তীর হাতে তুলে দিল ‘শম্ভু মিত্র পুরস্কার’।

পুরস্কার গ্রহণের মুহূর্ত।

পুরস্কার গ্রহণের মুহূর্ত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ মে ২০১৮ ১৫:১৯
Share: Save:

মঞ্চ, আলো, হল ভর্তি দর্শক তাঁর অক্সিজেন। তাঁর বাঁচার রসদ ছড়িয়ে আছে নাটকের সংলাপে। কারণ অভিনয় তাঁর রক্তে। তিনি অবন্তী চক্রবর্তী।

২০০৩ থেকে দক্ষ হাতে সামলাচ্ছেন নাটক পরিচালনার কাজ। গত ২৬ মে পশ্চিমবঙ্গ সরকার নজরুলতীর্থে আয়োজিত এক অনুষ্ঠানে অবন্তীর হাতে তুলে দিল ‘শম্ভু মিত্র পুরস্কার’।

অবন্তীর পরিচালিত বহু নাটক নাট্যমোদী দর্শককে মুগ্ধ করেছে। ‘ইচ্ছে অলিগলি’, ‘তিনকন্যা’, ‘চৈতালী রাতের স্বপ্ন’, ‘নাগমণ্ডলা’— তার সার্থক উদাহরণ। তালিকায় রয়েছে আরও বহু নাম।

আরও পড়ুন, শ্বেতার প্রথম অভিনয়, সঙ্গে অমিতাভ

ইতিমধ্যেই জাতীয় পুরস্কার পেয়েছেন অবন্তী। ২০১০-এ ‘সঙ্গীত নাটক অ্যাকাডেমি যুব অ্যাওয়ার্ড’ও পেয়েছেন তিনি। ‘শম্ভু মিত্র পুরস্কার’ তাঁর মুকুটে নতুন পালক যোগ করল। ইউরোপ, আমেরিকায় আন্তর্জাতিক থিয়েটার আর্টিস্টদের শিক্ষাও দিয়েছেন তিনি। তাঁর এই সাফল্যে দেশে-বিদেশে ছড়িয়ে থাকা তাঁর অসংখ্য ছাত্র-ছাত্রী আজ গর্বিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Celebrities Tollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE