নবদম্পতি। ছবি: টুইটারের সৌজন্যে।
জল্পনার অবসান। ইতালির তাস্কানিতে বিয়ে করলেন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা।
টুইট করে বিয়ের ছবি শেয়ার করেছেন বিরাট স্বয়ং। তিনি লিখেছেন, ‘আজ আমরা একে অপরকে প্রমিস করলাম। ভালবাসায় বাঁধা থাকব দু’জনে। আপনাদের সঙ্গে খবরটা শেয়ার করতে পেরে খুব ভাল লাগছে। এই দিনটা আমাদের পরিবার, বন্ধু ও সমর্থকরা পাশে থাকায় আরও স্পেশাল হয়ে গেল। আমাদের জার্নিতে আপনাদের সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ।’
দুই তারকাই ট্র্যাডিশনাল পোশাকে সেজেছিলেন। হিন্দু মতে বিয়ে হল তাঁদের। দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা সঙ্গে রয়েছেন। বলিউড বা ক্রিকেট মহল থেকে কোনও তারকাই ইতালিতে এই হাই প্রোফাইল বিয়েতে আপাতত উপস্থিত নেই। শোনা যাচ্ছে, দেশে ফিরে আগামী ২১ ডিসেম্বর নয়া দিল্লি এবং ২৬ ডিসেম্বর মুম্বইতে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছেন বিরুষ্কা। সেখানেই হাজির থাকবেন তারকা অতিথিরা।
Today we have promised each other to be bound in love for ever. We are truly blessed to share the news with you.This beautiful day will be made more special with the love and support of our family of fans & well wishers. Thank you for being such an important part of our journey. pic.twitter.com/aobTUwMNAK
— Virat Kohli (@imVkohli) December 11, 2017
রোম থেকে ৩০০ কিলোমিটার দূরে তাস্কানির বর্গ ফিনোচ্চিয়েতো অঞ্চলে হল এই হাই প্রোফাইল বিয়ের অনুষ্ঠান। ওই অঞ্চলে তিন দিনের জন্য চারটি বিলাসবহুল ভিলা বুক করেছেন বিরাট-অনুষ্কা। সেখানে মোট ২২ টি বেডরুম রয়েছে। যার মোট ভাড়া ৩৪.৮৭ লক্ষ টাকা।
আগামী বছর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারতীয় দল। তাহলে কি বিরুষ্কার হানিমুন স্পট হবে দক্ষিণ আফ্রিকা? যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি নবদম্পতি।
‘বিয়ের’ পর নাকি এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টেই থাকবেন বিরুষ্কা
বিরাটের মতো সোশ্যাল মিডিয়ায় এই একই মেসেজ দিয়েছেন অনুষ্কা শর্মাও। সঙ্গে পোস্ট করেছেন তাঁদের বিয়ের একটি ছবি।
Today we have promised each other to be bound in love forever. We are truly blessed to share the news with you. This beautiful day will be made more special with the love and support of our family of fans & well wishers. Thank you for being such an important part of our journey. pic.twitter.com/Scobdiqk7l
— Anushka Sharma (@AnushkaSharma) December 11, 2017
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy